ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং| Islamic Bank Agent Banking
এজেন্ট ব্যাংকিং কী | What's is Agent Banking
কোন ব্যাংক কর্তৃক নিয়োগকৃত এজেন্ট-এর মাধ্যমে প্রত্যন্ত এলাকার জনগোষ্ঠীর মাঝে সীমিত আকারে ব্যাংকিং ও আর্থিক সেবা প্রদানই এজেন্ট ব্যাংকিং। এজেন্ট হচ্ছেন একটি আউটলেট বা কেন্দ্রের মালিক যিনি চুক্তির আওতায় কোন ব্যাংকের পক্ষে উক্ত আউটলেটে ব্যাংকিং সেবা প্রদান করে থাকেন।
এজেন্ট ব্যাংকিং-এর উদ্দেশ্য
১. দেশের প্রত্যন্ত এলাকার বিপুল জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় এনে তাদেরকে অর্থনীতির মূলধারায় সংযুক্তকরণ।
২. ক্ষুদ্র সঞ্চয় সৃষ্টির মাধ্যমে প্রান্তিক ও সীমিত আয়ের জনগোষ্ঠীর পুঁজি গঠনে সহায়তা করা।
৩. ফরেন রেমিটেন্সেরঅর্থ দ্রুত ও সহজে প্রাপকের নিকট পৌঁছানো।
৪. প্রত্যন্ত এলাকার জনগোষ্ঠীর দেশব্যাপী লেনদেন প্রবাহকে সহজতর করা।
৫. সুবিধা ও পুঁজি বঞ্চিতদের অর্থায়নের মাধ্যমে তাদের আয় ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা।
৬. পল্লীর অবহেলিত কৃষি ও অকৃষি খাতে অর্থায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা।
এজেন্ট ব্যাংকিং-এ গ্রাহক সেবা
১. সব ধরণের ব্যাংক হিসাব খোলা
২. নগদ জমা, উত্তোলন ও ফান্ড ট্রান্সফার
৩. বৈদেশিক রেমিট্যান্স-এর অর্থ প্রদান
৪. হিসাবের ব্যালান্স অনুসন্ধান ও হিসাব বিবরণী প্রদান ৫. অ্যাকাউন্ট-এর বিপরীতে চেকবই ও ডেবিট কার্ড প্রদান ৬. ক্লিয়ারিং চেক গ্রহণ
৭. POS এর মাধ্যমে টাকাউত্তোলন
৮. বিনিয়োগ বিতরণ ও বিতরণকৃত বিনিয়োগের কিস্তি আদায়
৯. ইউটিলিটি (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ
১০. এছাড়া বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যেকোন গ্রাহকসেবা
যারা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এজেন্ট হতে পারবেন
১. সমাজ কল্যাণ অধিদপ্তরে নিবন্ধিত এনজিও;
২. মাইক্রো-ক্রেডিট রেগুলেটরী অথরিটির আওতায় নিবন্ধিত ক্ষুদ্রবিনিয়োগ প্রতিষ্ঠান;
৩. সোসাইটিজ রেজিষ্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০ এর অধীনে নিবন্ধিত সমিতি;
৪. সমবায় সমিতি এ্যাক্ট ২০০১ এর আওতায় গঠিত সমবায় সমিতি;
৫. কোম্পানিজ এ্যাক্ট ১৯৯৪ এর অধীনে গঠিত ও নিবন্ধিত কোম্পানি;
৬. উপযুক্তকর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ট্রেড লাইসেন্সধারী ব্যবসা প্রতিষ্ঠান;
৭. শাখা/ইউনিট আছে এমন সরকারি দপ্তর/কার্যালয়;
৮. স্থানীয় সরকারের শহর ও পল্লী অঞ্চলের কার্যালয় এবং ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র;
৯. এছাড়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক সুপারিশকৃত বা অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান।
যারা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এজেন্ট হতে পারবে না
১. ফৌজদারী অপরাধের অভিযোগে মামলায় তদন্তাধীন ব্যক্তিবা প্রতিষ্ঠান;
২. মানি লন্ডারিং ওসন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ণের দায়ে অভিযুক্তবা তদন্তাধীন কোন ব্যক্তিবা প্রতিষ্ঠান;
৩. আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত কোন ব্যক্তি,সাজা সমাপ্তির পর থেকে ০৩ (তিন) বছর পর্যন্ত;
৪. যে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ খেলাপি;
৫. আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত কোন ব্যক্তিবা প্রতিষ্ঠান;
৬. ব্যাংক কর্মকর্তাগণ অবসরগ্রহণ বা পদত্যাগের পরবর্তী এক বছর একই ব্যাংকের জন্য;
৭. অন্য ব্যাংকের বিদ্যমান এজেন্ট।
এজেন্ট যা করতে পারবেন না
১. একই সাথে একাধিক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা।
২. এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে অনুমোদিত ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি অন্য কোন ব্যবসা/কার্যক্রম পরিচালনা।
৩. গ্রাহকদের হিসাব খোলার অথবা বিনিয়োগের অনুমোদন দেয়া।
৪. ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন তৃতীয় পক্ষের কাছে ব্যাংকের প্রতিনিধিত্ব করা।
৫. সিস্টেম অকার্যকর থাকা অবস্থায় অথবা স্বয়ংক্রিয় রশিদ প্রদান ব্যতিে রকে কোন ধরণের লেনদেন।
৬. ব্যাংকিং সিস্টেমের বাহিরে/সমান্তরালে গ্রাহদের সাথে আলাদাভাবে লেনদেন।
৭. চেকের মাধ্যমে লেনদেন। বিদেশী মূদ্রার লেনদেন/কেনাবেচা।
৮. গ্রাহকের পক্ষে ব্যাংক গ্যারান্টি ইস্যু। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কেন্দ্রের বাহিরে অন্যত্র অফিস/বুথ/ সাইনবোর্ড স্থাপন করে ব্যাংকিং সাবএজেন্ট নিয়োগ।
৯. কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কেন্দ্রের স্থান পরিবর্তন।১০. বিভিন্ন সেবার বিপরীতে ব্যাংক নির্ধারিত চার্জের বেশী আদায়।
যে কারণে এজেন্ট চুক্তি বাতিল হয়
১. এজেন্ট হিসেবে অনুপযুক্ত তার কোন কারণ ঘটলে অথবা এজেন্ট হওয়ার অনুপযু মালিকানা হস্তান্তর করলে;
২. এজেন্ট কর্মকাণ্ড বন্ধ হওয়া: স্বেচ্ছায় অথবা আদালত বা নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক নিষেধাজ্ঞার কারণে;
৩. এজেন্ট বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হলে এবং পরবর্তী ০৩ (তিন) মাসের মধ্যে ক্ষতি কাটিয়ে এজেন্সি কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে অপারগ হলে;
৪. ব্যাংকের পূর্বানুমিত ব্যতিত এজেন্ট মালিকানা হস্তান্তর বা কেন্দ্রের ঠিকানা পরিবর্তন করলে কিংবা কেন্দ্র বন্ধ রাখলে;
৫. এজেন্ট তার বৈধ ব্যবসায়িক অনুমতিপত্র বা ট্রেড লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হলে;
৬. বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের কোন ধারা বা শর্ত অমান্য করলে;
৭. ব্যাংকের কাছে ইচ্ছাকৃতভাবে কোন মিথ্যা বা ভুল তথ্য সরবরাহ করলে।
এজেন্ট হওয়ার নিয়মাবলী
১. নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে নিকটস্থ শাখায় জমা দিতে হবে।
২. শাখা প্রধান আবেদনপত্র যাচাই করে জোনাল অফিসের মাধ্যমে প্রধান কার্যালয়ে পাঠাবেন।
ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা সমূহ
1. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কানাইপুর এজেন্ট ব্যাংকিং,
2. Islami Bank Bangladesh Limited (Kalampur)
3. Islami Bank Bangladesh Limited (Shantidhara, Road No-05, and, KMS Garden City)
4. Islami Bank Bangladesh Limited (Ganakbari Branch, Dhaka)
5. Islami Bank, Atibazar Branch Ati Bazar, 1312 Kholamora Hazratpur
6. Islami Bank Bangladesh Limited, Natun Bazar
Dhaka
7. Islami bank agent banking (Bogar Bazar)
8. Islami Bank Bangladesh Ltd (Savar)
9. Islami Bank Agent Banking Bnnakhola Bazar
Bazar
10. Islami Bank Bangladesh Limited | Mouchak Branch, Dhaka
11. Islami Bank Bangladesh Limited || Savar Branch, Dhaka.
12. Islami Bank Bangladesh Limited | Rayer Bazar Sub-Branch Dhaka
13. Islamic Bank Bangladesh Limited, Agent Banking Outlet (College Road Branch 435/03) Tongi
14. Islami Bank Bangladesh Ltd আটিবাজার-হিজলা রোড
15. Islami Bank Bangladesh Limited | Nikunja Branch, Dhaka
16. Islamic Bank Bangladesh Limited - Agent Banking, Shibpur
17. Islami Bank Agent banking (Lira Enterprise
Gazipur Sadar)
18. Islami Bank Bangladesh Limited (Baagbari Mor Agent Center) Hemayetpur
19. Islami Bank Bangladesh Ltd. (Soyaetpur BAZAR Agent Banking)
20. Islami Bank Bangladesh Ltd. (Agent Bank)
Ujani
21. Islami Bank Bangladesh Ltd, Agent Banking, (Garagonj, Jhenaidah)
22. Islami Bank Agent Bank (Biswas Super Market, Zia Road)
23. Islami Bank Bangladesh Limited (Ruhitpur)
24. Islami Bank Bangladesh Limited (Tongi)
25. Islami Bank Bangladesh Limited || Islampur Branch,
26. Islami Bank Bangladesh Ltd | Kanchpur Branch
27. Islami Bank Agent Banking (312-02) বাগবাড়ী বাজার, আজিজ মার্কেট, কলেজ রোড
28. Islami Bank Agent Banking (Panigati Rd)
29. Islami Bank Agent Banking (Kolakandi Bazar)
30. Islami Bank Agent Banking (Jhaudia)
31. Islami Bank Bangladesh Limited, Agent Banking Branch, Trimohoni
32. কাটাখালী বাজার এজেন্ট ব্যাংকিং শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। অশোকনগর
33. Islami Bank Bangladesh Ltd. (Agent Banking)
1700 Rajandrapur Chowrasta - Bhawal Mirzapur
34. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (এজেন্ট ব্যাংকিং) Dalal Bazar
35. Islami Bank Bangladesh Limited (Mawna)
36. Islami Bank Durgapur Agent Banking (Durgapur)
37. Islami Bank Agent Banking (Sonahata Dhunat)
38. ইসলামী ব্যাংক এজেন্ট শাখা (Agailjhara)
39. Islami Bank Agent Banking (Godkhali)
40. Islami Bank Agent Bank (Kalidas)
41. Islami Bank Bangladesh Ltd, Bhulta Branch Golakandail Bhulta Rupganj
42. Islami Bank Bangladesh Limited (Bhanga)
43. Islami Bank Agent Banking (Navaron)
44. Islami Bank Agent Banking (Charghat)
45. Islami bank Bangladesh limited agent (Khamarpara)
46. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং (Akkelpur)
47. Islami Bank Bangladesh Limited (Shimultoly Rd)
48. ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং রানিহাটি শাখা 723 Nawabganj - Shibganj Rd
49. Islami Bank Agent Banking (Kaliganj)
50. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বোয়ালমারী শাখা Boalmari-Alfadanga Rd
51.Islami Bank Bangladesh Limited Agent Outlet
Narsingdi
52. ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং (Musapur)
53. Islami Bank Bangladesh Limited Agent Banking Adarsha Bazar (Kalibari) Branch, Kalibari Village Road
54. Islami Bank Bangladesh Limited (Gouripur)
55. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (Shiruail)
56. Islami Bank Bangladesh Limited (Madhabdi)
57. Islami Bank Limited. (Agent banking) (Amishapara)
58. Islami Bank Bangladesh Ltd. Agent Bank (Mataji Hat)
59. Islami Bank Bangladesh Limited (Magura)
60. Islami Bank Bangladesh Limited Narshingdi (Narsingdi)
61. Bangladesh Islami Bank Agent Banking (Kabir Hat)
[বিশেষ দ্রষ্টব্য: বিস্তারিত তথ্য জানতে নিকটস্থ শাখায় যোগাযোগ করুন।]