অর্থনৈতিক উন্নয়নে রাজস্বনীতির ভূমিকা| Role of Fiscal Policy in Economic Development

রাজস্বনীতির দ্বারা অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা যায় তথা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। রাজস্বনীতির মাধ্যমে মূলধন গঠনে অনুকূল অবস্থার সৃষ্টি হয়। রাজস্বনীতির দ্বারা সম্পদ অনুৎপাদনশীল ক্ষেত্র থেকে উৎপাদনশীল ক্ষেত্রে স্থানান্তরিত হয়। যদি নিয়োগ, উৎপাদন ও আয় বৃদ্ধি পায় তাহলে বোঝা যাবে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। নিচে অর্থনৈতিক উন্নয়নে রাজস্বনীতির ভূমিকা আলোচনা করা হলো:

প্রথমত, উন্নয়নশীল দেশের একটি প্রধান সমস্যা হলো অনুৎপাদনশীল খাতে অধিক ব্যয়ের প্রবণতা। অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধির ফলে অর্থনীতিতে প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়। সরকার এক্ষেত্রে করনীতি এমনভাবে করবে যাতে করে অনুৎপাদনশীল খাতের ব্যয়ের পরিমাণ হ্রাস পায়। সরকারের উচিৎ ব্যয়নীতি উন্নয়নশীল খাতে করা যাতে অর্থনৈতিক উন্নয়নের গতি দ্রুত হয়।

দ্বিতীয়ত, অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ উপাদান হলো মূলধন গঠন ও বিনিয়োগ। মূলধন গঠন বৃদ্ধি পাবে যদি জনগণের সঞ্চয় বৃদ্ধি পায়। এক্ষেত্রে দরিদ্র শ্রেণীর সঞ্চয় বৃদ্ধির জন্য কর রেহাত দেয়া এবং ধনী শ্রেণীর উপর বিলাসজাত দ্রব্যে ভোগের উপর কর হার বৃদ্ধি করে নিরুৎসাহিত করা। সরকার রাজস্বনীতি এমনভাবে প্রয়োগ করবে যাতে ভোগব্যয় হ্রাস পায় সঞ্চয় বৃদ্ধি পায় যা বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে।

তৃতীয়ত, নিয়োগ বা কর্মসংস্থান বৃদ্ধিতে রাজস্বনীতি ভূমিকা পালন করে থাকে। সরকারি ব্যয় বৃদ্ধি করলে নিয়োগ বৃদ্ধি পাবে। উন্নয়নশীল দেশে উদ্বৃত্ত শ্রমকে শিল্প ক্ষেত্রে স্থানান্তরের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। সরকার সম্প্রসারণমূলক নীতি দ্বারা নিয়োগ বৃদ্ধি করা সম্ভব।

চতুর্থত, মন্দা ও বেকারত্ব দূরীকরণে সরকার রাজস্বনীতি ভূমিকা অনস্বীকার্য। রাজস্বনীতির সম্প্রসারণ নীতি সাহায্যে সামগ্রিক চাহিদা বৃদ্ধি করে আয় ও নিয়োগ বৃদ্ধি করতে পারে। যা মন্দা ও বেকারত্ব হ্রাস পেয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করে থাকে। উপর্যুক্তভাবে রাজস্বনীতি সঠিক প্রয়োগ এর মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url