ব্যাংক হতে টাকা উত্তোলনের নিয়ম

চলতি ও সঞ্চয়ী হিসাবের গ্রহীতাদেরকে ব্যাংক অর্থ উত্তোলনের জন্য চেক বই প্রদান করে। সঞ্চয়ী হিসাবগ্রহীতাদেরকে সাধারণত ১০ বা ২০ পাতার চেক বই এবং চলতি হিসাবের হিসাবগ্রহীতাদেরকে প্রয়োজনে ২৫, ৫০ বা ১০০ পাতার চেক বই সরবরাহ করা হয়।

সরবরাহকৃত চেকের পাতা যথাযথভাবে পূরণ করে ব্যাংকে যথানিয়মে উপস্থাপন করে ব্যাংক হতে অর্থ উত্তোলন করতে হয়। বাহকের চেকে এর বাহককে চেকের অর্থ পরিশোধে ব্যাংক বাধ্য থাকে। তাই বাহক ও চেক সন্দেহযুক্ত না হলে ব্যাংক চেকের অর্থ প্রদান করে।

হুকুম চেকে প্রাপকের ঘরে যার নাম উল্লেখ থাকে ব্যাংক তাকেই চেকের অর্থ পরিশোধ করে। এরূপ চেক অন্য কেউ ব্যাংকে উপস্থাপন করলে উপস্থাপনকারীর পক্ষে প্রাপকের লিখিত অনুমোদন বা যথাযথ পৃষ্ঠাঙ্কন থাকতে হয়।

দাগকাটা চেকের অর্থ প্রাপকের ব্যাংক হিসাবে চেক জমা দিয়ে সংগ্রহ করতে হয়। বাহকের চেক বা হুকুম চেক ব্যাংক কাউন্টারে উপস্থাপন করা হলে চেক গ্রহণপূর্বক ব্যাংক কর্মীগণ পিতলের চাকতি বা টোকেন প্রদান করেন। এ টোকেনের নম্বর ব্যাংক কর্মী চেকের উপর লিখে দেয়।

বর্তমানকালে এরূপ টোকেন ব্যবহার না করে ব্যাংকসমূহ চেকের পাতার সাথে বাড়তি এক ধরনের ছাপানো কুপন বা Proforma সংযুক্ত করে। এই বাড়তি ছাপানো ফরম টোকেনের মত ব্যবহৃত হয়। অনেক ব্যাংক এখন এরূপ কুপনের ব্যবহারও বাদ দিয়েছেন।

অতঃপর চেকটি নমুনা স্বাক্ষরের কার্ড সংরক্ষণকারী বা স্বাক্ষর সত্যায়নকারীর কাছে প্রেরিত হয়। স্বাক্ষর মিললে তখন চেকটি হিসাব নম্বরের সাথে মিলিয়ে হিসাবে পর্যাপ্ত টাকা আছে কিনা তা দেখে ব্যাংক কর্মকর্তা অর্থ প্রদানের নির্দেশ সম্বলিত স্বাক্ষর প্রদান করে।

অতপর ক্যাশ থেকে টাকা প্রদান করা হয়। বর্তমানকালে আধুনিক ব্যাংকগুলো নমুনা স্বাক্ষর কার্ডটি কম্পিউটারে সংরক্ষণ করে। ফলে একজন কর্মীই চেকটি নমুনা স্বাক্ষরের সাথে মিলিয়ে গ্রহীতার হিসাব নম্বরে উক্ত চেকটি লিপিবদ্ধ (Posting) করতে পারে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url