রি-ইন্স্যুরেন্স

রি-ইন্স্যুরেন্স কী? What's Reinsurance


কোন বীমাকৃত বিষয়বস্তু বা সম্পত্তি যদি বীমাকারী কর্তৃক পুনরায় বীমাকৃত হয় তবে তাকে রিইন্স্যুরেন্স বা পুনর্বীমা বলা হয়। রিইন্স্যুরেন্স ব্যবসা আন্তর্জাতিক ভিত্তিতে বিশ্বব্যাপী বিস্তৃত।

আমরা জানি, বীমা কোম্পানী বীমাকৃত বিষয়বস্তু (জীবন) বা সম্পত্তির ঝুঁকি বহন করে, কিন্তু সে ও সব ঝুঁকি একা বহন করে না। যখন সে মনে করে যে তার পক্ষে যতটুকু ঝুঁকি বহন করা সম্ভব ততটুকু ঝুঁকিই গ্রহণ করবে, তখনই সে আর একটি রিইন্স্যুরেন্স কোম্পানীর সংগে পুনর্বীমা চুক্তিতে আবদ্ধ হয়।

সুতরাং কোন বীমা কোম্পানী যে সমস্ত বীমা ঝুঁকি গ্রহণ করে থাকে তার কিছু অংশ (রিটেনশন লিমিট পর্যন্ত) নিজস্ব খাতে রেখে বাকী অংশ অন্য কোন বীমা কোম্পানীর নিকট অর্পন বা হস্তান্তর করাকেই রিইন্স্যুরেন্স বলে। এখানে যে বীমা কোম্পানী তার অতিরিক্ত ঝুঁকি হস্তান্তর করে তাকে সিডিং কোম্পানী এবং যে বীমা কোম্পানী ঐ ঝুঁকি গ্রহণ করে তাকে রিইন্স্যুরেন্স (পুনর্বীমা) কোম্পানী বলে।

রি-ইন্স্যুরেন্সের সুবিধা|Reinsurance benefits


বীমা কোম্পানীর আকার বা ফান্ড যাই হোক না কেন, অধিকাংশ বীমা কোম্পানীকে রিইন্স্যুরেন্স এর সুবিধা গ্রহণ করতে হয়, যার কতিপয় কারণ নিম্নে উল্লেখ করা হলো:

ক. একটি বীমা কোম্পানীর ব্যবসা শুরুর প্রারম্ভে এর সম্পদ অত্যন্ত সীমিত থাকে, তথাপি বীমা কোম্পানীকে এই সীমিত সম্পদের মধ্যেও সীমাহীন ঝুঁকি বহন করতে হয়। বীমা কোম্পানী কেবলমাত্র রিইন্স্যুরেন্স এর মাধ্যমে এই সীমাহীন ঝুঁকি বহন করতে সমর্থ হয়।

খ. বীমাকারী/বীমা কোম্পানী নিজ নিজ দায়-দায়িত্ব সীমিত রাখতে পারে।

গ. বীমা কোম্পানীর আর্থিক ক্ষতিকে তার সামর্থ্যের মধ্যে নিয়ে আসতে সহায়তা করে।

ঘ. রিইন্স্যুরেন্স বীমা কোম্পানীকে তার ব্যবসা স্থিতিশীল রাখতে সহায়তা করে।

ঙ. রিইন্স্যুরেন্স ছোট বীমা কোম্পানীকে বৃহত্তর বীমা বাজারে প্রবেশ এবং প্রতিযোগিতায় সহায়তাকরে।

চ. রিইন্স্যুরেন্স বীমা কোম্পানীকে ঝুঁকি ব্যবস্থাপনা ও ঝুঁকি পরিচালনায় অভিজ্ঞতা অর্জনও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url