উপায় মোবাইল ব্যাংকিং

উপায় মোবাইল ব্যাংকিং কী?

বিকাশ, নগদ ও রকেটের ন্যায় উপায় মোবাইল ব্যাংকিং ও অত্যন্ত জিনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং পরিষেবা। উপায় মোবাইল ব্যাংকিং সেবাটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় UCB ব্যাংক কর্তৃক পরিচালিত হয়। এর পূর্বে UCB ব্যাংকের Ucash নামে মোবাইল ব্যাংকিং পরিষেবা চালু ছিলো। পরবর্তীতে ২০২১ সালে ইউ ক্যাশ ও উপায়ের সমন্বয়ে নতুনভাবে 'উপায়' মোবাইল ব্যাংকিং পরিষেবা নামে যাত্রা শুরু করে এবং এখনো আমাদের মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে আসছে।
উপায় মোবাইল ব্যাংকিং
উপায় মোবাইল ব্যাংকিং কোডউপায় মোবাইল ব্যাংকিং কোড টি হচ্ছে: *268#

এছাড়াও মোবাইলের মাধ্যমে যেকোনো সহযোগিতা পেতে তাদের উপায় মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বারটি হলো: 16268

উপায় মোবাইল ব্যাংকিং অ্যাপ

উপায় মোবাইল ব্যাংকিং অ্যাপ আপনি গুগল প্লে স্টোর থেকে সহযেই ডাউনলোড করে নিতে পারেন। নতুন গ্রাহক হিসেবে অ্যাপ লগ ইন এ আপনার জন্য থাকছে ৫০ টাকা বোনাস। এছাড়াও উপায় মোবাইল ব্যাংকিং অ্যাপে অন্যান্য আরো অনেক সুবিধা পেতে পারেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url