পেটেন্টের ধারণা | Concept of Patent

কোন কিছু আবিষ্কৃত বা উদ্ভাবিত বিষয়ে সরকারের দেওয়া একচ্ছত্র অধিকারই হলো পেটেন্ট। খ্রিস্টপূর্ব ৫০০ অব্দে প্রথম পেটেন্ট - এর ধারণা চালু হয় প্রাচীন গ্রিসের সাইবেরিসে।

আধুনিক পেটেন্ট প্রথম চালু হয় ১৪৭৪ সালে ইতালির ভেনিসে। যুক্তরাজ্যে ১৬২৪ সালের ২৫ মে “স্ট্যাচিউট অব মনোপলিস” নামে একটি বিধিমালা পাস হয়। পরবর্তীতে এটিকেই পেটেন্ট আইনে রূপান্তর করা হয়।

অনেক দেশেই এই বিধিমালা অনুসরণ করে পেটেন্ট আইন তৈরি করা হয়েছে। আমাদের দেশে ‘পেটেন্ট ও ডিজাইন আইন ১৯১১’ অনুসরণ করা হয়।

পেটেন্ট হলো কোনো ব্যক্তির আবিষ্কৃত বুদ্ধিবৃত্তিক সম্পদের একচেটিয়া অধিকার। কোনো ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করলে তা রাষ্ট্রকে জানাতে হবে যে এটি তার নিজস্ব আবিষ্কার। বিনিময়ে রাষ্ট্রও কিছু শর্ত দেবে। যেমন: এই অধিকারটি তার আজীবনের জন্য নয়; একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিষয়টি তার অধিকারে থাকবে প্রভৃতি।

মার্কিন যুক্তরাষ্ট্রে ১৭ বছর এবং পেটেন্ট উদ্ভাবিত বিষয় বা পদ্ধতির আবিষ্কারককে সেটি ব্যবহার, বিক্রয় বা উন্নয়নে সরকার প্রদত্ত একচ্ছত্র অধিকার বাংলাদেশে পেটেন্টের মেয়াদ ১৬ বছরের জন্য হয়ে থাকে।

আবিষ্কার করা বিষয়টির ধরন অনুযায়ী এই মেয়াদ কমবেশিও হতে পারে। পেটেন্ট দেওয়ার অর্থ হলো উক্ত নির্দিষ্ট সময়ে অন্য কেউ এটি তৈরি, ব্যবহার এবং বিক্রি করতে পারবে না।

অনেক সময় কোনো অসাধু ব্যবসায়ী বা প্রতিযোগী বিধি লঙ্ঘন করে নকল পণ্য বাজারে বিক্রি করে উদ্ভাবনকারীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে। ব্যবসায় জগতে প্রকৃত উদ্ভাবক এভাবে ক্ষতিগ্রস্ত হয় বলেই পেটেন্ট ধারণার উৎপত্তি হয়েছে। 

পেটেন্ট সংশ্লিষ্ট অধিকারগুলো সাধারণত সুরক্ষা দেয় বা কার্যকর করে আদালত। তৃতীয় কোনো পক্ষের অভিযোগ প্রমাণিত হলে আদালত একটি পেটেন্টকে অবৈধ ঘোষণা করতে পারে।

 অর্থাৎ, পেটেন্ট হলো এক ধরনের লাইসেন্স, যা এর অধিকারীকে নির্দিষ্ট সময়ের জন্য তার প্রক্রিয়া, নকশা বা নতুন উদ্ভাবিত বিষয় ব্যবহারের একচ্ছত্র অধিকার দেয়। 
 
কোনো আবিষ্কারকে পেটেন্ট সনদ পাওয়ার যোগ্য হতে হলে তাতে যেসব উপাদান থাকতে হয় তা হলো—
  • নতুন আবিষ্কার (New invention): আবিষ্কারটি অবশ্যই নতুন হতে হবে; আগে আবিষ্কৃত কোনো বিষয় হতে পারবে না।
  • স্বতন্ত্র (Unique): পেটেন্ট - এর জন্য আবেদনকৃত বিষয়টি অবশ্যই আবিষ্কারযোগ্য, সৃজনশীল ও স্বতন্ত্র ধারার হতে হবে।
  • উপযোগিতা (Utility): আবিষ্কারটির অবশ্যই শিল্প ও বাণিজ্যিক উপযোগিতা থাকতে হবে।
  • আইনসম্মত (Legality): এরূপ আবিষ্কার দেশে প্রচলিত আইনে নিষিদ্ধ বিষয়ের সাথে সম্পর্কযুক্ত হতে পারবে না। 
অতএব, নতুন কোনো উদ্ভাবিত বিষয় বা পদ্ধতি নির্দিষ্ট সময়ের জন্য আবিষ্কারককে ব্যবহার, বিক্রি বা উন্নয়ন করার ক্ষেত্রে সরকারের দেওয়া একচ্ছত্র অধিকারই হলো পেটেন্ট।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url