তালিকাভুক্ত ব্যাংকের বৈশিষ্ট্য

১. কেন্দ্রীয় ব্যাংকের সদস্য: তালিকাভুক্ত ব্যাংক বলতে কেন্দ্রীয় ব্যাংকের সদস্য তালিকার অন্তর্ভুক্ত ব্যাংকসমূহকে বুঝায়। তাই তালিকাভুক্ত সব ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হিসেবে গণ্য। অর্থবাজারের সদস্য কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রাবাজারের অভিভাবক। তাই এর তালিকার অন্তর্ভুক্ত ব্যাংকসমূহ অবশ্যই দেশের অর্থবাজারের সম্মানিত সদস্য হিসেবে গণ্য হয়।

২. আইনানুগ অস্তিত্ব: তালিকাভুক্ত সব ব্যাংককেই দেশের প্রচলিত ব্যাংকিং আইনের আওতায় অনুমোদিত ও নিবন্ধিত প্রতিষ্ঠান হতে হয়। তাই এরূপ প্রতিষ্ঠান অবশ্যই পৃথক আইনগত অস্তিত্ব বা সত্তার অধিকারী হয়ে থাকে।

৩. ন্যূনতম পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল: তালিকাভুক্ত সব ব্যাংকেরই একটা ন্যূনতম পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল থাকে। ব্যাংক কোম্পানি আইনে বিবৃত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক সরকারের সাথে পরামর্শক্রমে সময়ে সময়ে এরূপ পরিমাণ নির্ধারণ করে। ১২ আগস্ট, ২০০৮ থেকে এ পরিমাণ মোট ৪০০ কোটি টাকা নির্ধারিত রয়েছে।

৫. কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা সংরক্ষণ: প্রত্যেক তালিকাভুক্ত ব্যাংকই তার সংগৃহীত আমানতের একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। একে নগদ জমা সংরক্ষণ আবশ্যকতা (CRR) বলে। আমাদের দেশে এরূপ জমার হার হলো বর্তমানে সাপ্তাহিক গড় ভিত্তিতে শতকরা ৪%। কিন্তু কোনো দিনই তা ৩.৫ % এর নিচে আসবে না। 

৬. তারল্য সংরক্ষণ: প্রত্যেক তালিকাভুক্ত ব্যাংককেই কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত নিয়মানুযায়ী আমানতের একটা ন্যূনতম অংশ বন্ড কিনে তরল সম্পদ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ করতে হয়। যাকে SLR (Statutory Liquidity Ratio) বলে। বর্তমানে এ হার ১৩%। তবে ইসলামী শরিয়াহ এর ভিত্তিতে প্রতিষ্ঠিত ব্যাংকের ক্ষেত্রে এ হার ৫.৫%।

৭. কেন্দ্রীয় ব্যাংকের অনুসরণ: সারা বিশ্বজুড়েই তালিকাভুক্ত ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম-নীতি অনুসরণ করতে হয়। তালিকাভুক্তির ক্ষেত্রে নিয়ম-নীতি অনুসরণের বিষয়ে ব্যাংকগুলো এরূপ প্রতিশ্রুতি প্রদান করে। তাই এরূপ অনুসরণে কোনো তালিকাভুক্ত ব্যাংক ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক তার জন্য শাস্তির নির্দেশ দিতে পারে।

৮. সহযোগিতার সম্পর্ক: কেন্দ্রীয় ব্যাংকের সাথে তালিকাভুক্ত ব্যাংকসমূহের একটা সহযোগিতার সম্পর্কও লক্ষণীয়। তালিকাভুক্ত ব্যাংকগুলো বিপদে-আপদে কেন্দ্রীয় ব্যাংকের যেমনি সহযোগিতা পায় তেমনি তালিকাভুক্ত ব্যাংকগুলোও কেন্দ্রীয় ব্যাংকের অনুসরণ করে তাকে সহযোগিতা দেয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url