অর্থ কি মূলধন? Is Money Capital?

অর্থ মূলধন কি না, এটি একটি বহুল জিজ্ঞাসা। এর উত্তর দেওয়ার জন্য অর্থ এবং মূলধন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। অর্থ হলো বিনিময়ের মাধ্যম যার দ্বারা পণ্য - দ্রব্য ও সেবাকর্ম ক্রয়-বিক্রয় করা হয় এবং দেনা - পাওনার নিষ্পত্তি করা হয়।

আবার অর্থের মাধ্যমে সঞ্চয়েরও সৃষ্টি করা যায়। এটি দেশের সরকার কর্তৃক অনুমোদিত এবং সর্বজন স্বীকৃত। তাই বলা যায়, অর্থ হলো দেশের সরকার কর্তৃক প্রচলিত দেনা-পাওনা নিষ্পত্তির এমন একটি মাধ্যম যা সবার নিকট গ্রহণযোগ্য, মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহক। 
অর্থ কি মূলধন?
বিশ্বের প্রতিটি স্বাধীন দেশে স্বতন্ত্র অর্থের প্রচলন আছে। যেমন- বাংলাদেশে টাকা, ভারতে রুপি, আমেরিকায় ডলার, বৃটেনে পাউন্ড ইত্যাদি। 

অন্যদিকে মূলধন হলো উৎপাদনের সেই উপাদান যা পুনঃউৎপাদনে ব্যবহার করা হয়। অন্যভাবে বলা যায়, যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে তাই হলো মূলধন। মূলধন মনুষ্য সৃষ্ট।

যে সম্পদ আয় সৃষ্টিতে ব্যবহৃত হয়, কিন্তু প্রকৃতির দান তা মূলধন হিসেবে গণ্য হয় না। এ দৃষ্টিকোণ হতে ভূমি, অনুকূল জলবায়ু, খনিজ দ্রব্য ইত্যাদি মূলধন হিসেবে বিবেচিত নয়। আবার মানুষ সৃষ্ট সম্পদ কিন্তু পুনঃউৎপাদনে ব্যবহৃত হয় না তাও মূলধন নয়।

এখন দেখা যাক, অর্থ মূলধন কিনা? অর্থ মানুষ সৃষ্ট উপাদান এবং তা পুনঃউৎপাদনে ব্যবহৃত হলে তা মূলধন হিসেবে গণ্য হবে। তবে অর্থ যদি শুধুমাত্র ব্যক্তিগত বা পরিবারিক ব্যয় মেটানোর জন্য অথবা সঞ্চয়ের মাধ্যম হিসেবে অথবা মূল্যের পরিমাপক হিসেবে ব্যবহৃত হয় তখন তা মূলধন হিসেবে গণ্য হবে না।

কিন্তু ভোগের উদ্দেশ্য না নিয়ে উৎপাদন কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় উপায় - উপাদান ক্রয়ের কাজে ব্যবহৃত অর্থকে মূলধন হিসেবে গণ্য করা হবে।

এক কথায়, সরাসরি ভোগ অথবা ব্যক্তিগত প্রয়োজনে সৃষ্ট দেনা-পাওনা নিষ্পত্তির জন্য ব্যবহৃত অর্থকে কোনো অবস্থাতেই মূলধন বলা যাবে না। 

পরিশেষে বলা যায়, অর্থ হলো মূলধনের একটি উপাদান। যন্ত্রপাতি যেমন মূলধনের একটি উপাদান, কাঁচামাল যেমন মূলধনের একটি উপাদান, তেমনি অর্থও মূলধনের একটি উপাদান। তবে সকল অর্থ মূলধনের উপাদান নয়। এটি নির্ভর করে কোন উদ্দেশ্যে অর্থ ব্যয় করা হচ্ছে- তার উপর।

অর্থ যদি উৎপাদনের কাজে ব্যবহার করা না হয় তবে তা মূলধন হিসেবে গণ্য হবে না। আবার অর্থ যদি উৎপাদনের কাজে ব্যবহার করা হয় তবে তা মূলধন হিসেবে গণ্য হবে। তাই বলা যায়, অর্থ মূলধন কি না- এ বিষয়টি অর্থ ব্যয়ের উদ্দেশ্যের উপর নির্ভরশীল।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url