বাণিজ্যিক ব্যাংক কী?

বাণিজ্যিক ব্যাংকের মধ্য দিয়েই মূলত ব্যাংক ব্যবস্থার উৎপত্তি। বর্তমানকালেও এই ব্যাংকই দেশের অর্থ বাজারের মধ্যমণির ভূমিকা পালন করে চলেছে। স্বর্ণকার, মহাজন ও ব্যবসায়ী শ্রেণি মুনাফা অর্জনের উদ্দেশ্যই মূলত তাদের আদি ব্যবসায় ছেড়ে ব্যাংক ব্যবসায়ের গোড়াপত্তন করেছিল। 

মধ্যযুগের মাঝামাঝি থেকে বিভিন্ন দেশে প্রাতিষ্ঠানিকভাবে যে ব্যাংকগুলো গড়ে ওঠে তাও মুনাফা অর্জনের উদ্দেশ্যেই গড়ে তোলা হয়। শুরুতে এ ধরনের ব্যাংকই সরকারের সাথে চুক্তি বলে সরকারের পক্ষে নোট ও মুদ্রা ছাপা শুরু করে। পরে কেন্দ্রীয় ব্যাংকের উদ্ভব হলেও দেশের সামগ্রিক ব্যাংক ব্যবস্থা এখনও কার্যত বাণিজ্যিক ভিত্তিতেই গঠিত ও পরিচালিত হয়ে আসছে ৷ তাই বাাণিজ্যিক ব্যাংককে ব্যাংক ব্যবস্থার জননী (Mother of Banking) বলা হয়।

বাণিজ্যিক ব্যাংক কাকে বলে?


মুনাফা অর্জনের উদ্দেশ্যে যেই ব্যাংক জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ করে, ঋণ দেয় ও বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। 

উৎপত্তি বিবেচনায় ব্যাংকের আদি কাজ - আমানত সংগ্রহ ও ঋণদান ও সেই সাথে ব্যাংকিং সেবা গ্রাহক নির্বিশেষে এই ব্যাংক প্রদান করে। বিশেষ ধরনের গ্রাহক সেবা প্রদান নিয়ে এই ব্যাংক পরিচালিত হয় না। মার্চেন্ট ব্যাংক, আমদানি - রপ্তানি ব্যাংক, গৃহসংস্থান ব্যাংক ইত্যাদি বিশেষ ধরনের গ্রাহক ও সেবা নিয়ে কাজ করে। ঋণদান করলেও তাদের বিশেষায়িত ভাব একে ভিন্ন রূপ দিয়েছে।

কিন্তু বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে সর্বশ্রেণির গ্রাহককে টার্গেট করে আমানত সংগ্রহ, ঋণদান ও ব্যাংকিং সেবা দিয়ে চলেছে। স্যারের জবাব থেকে মেহেদী বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে ধারণা পেয়ে সন্তুষ্ট। মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে যে ব্যাংক আমানত সংগ্রহ, ঋণদান ও গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।

এই ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে কম সুদে বা লাভ আমানত সংগ্রহ করে এবং অধিক সুদে বা লাভে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দেয়। প্রাপ্ত ও প্রদত্ত সুদ বা লাভের পার্থক্যই এরূপ ব্যাংকের আয়ের প্রধান উৎস। এছাড়াও পে অর্ডার, ব্যাংক ড্রাফট, প্রত্যয়পত্র ইত্যাদি খোলার মাধ্যমে ব্যাংক কমিশন প্রাপ্ত হয়। গ্রাহকদের হিসাব পরিচালনার কারণে ব্যাংক চার্জ আদায়, ইলেকট্রনিক ব্যাংকিং সেবার জন্য সার্ভিস চার্জ প্রাপ্তি ইত্যাদি বিভিন্ন খাতে ব্যাংক আয় করে। 

এক্ষেত্রে পরিচালনা খরচসহ বিভিন্ন খরচ - ক্ষতি বাদ দিয়ে যা থাকে তাই ব্যাংকের মুনাফা। এই ব্যাংক জনগণের জমা রাখা আমানত বা ঋণ দিয়ে মূলত ব্যবসায় করায় একে ধার করা অর্থের ধারক, স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়ে থাকে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url