পণ্য ডিজাইনের সুবিধা| Advantage of Product Design

নতুন পণ্যের ডিজাইন করা অথবা পুরাতন পণ্যের পুনাডিজাইন করা যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য এ কাজের যেমন গুরুত্ব আছে, তেমনি পণ্য ডিজাইনের মাধ্যমে বেশ কিছু সুবিধাও অর্জন করা যায়। পণ্য ডিজাইনের সুবিধাবলি নিয়ে আলোচনা করা হলো:

১. আকর্ষণ সৃষ্টি (Create attraction): পণ্য ডিজাইনের মাধ্যমে পণ্যটিকে ক্রেতাদের মাঝে আকর্ষণীয় করে তোলা যায়। অনেকদিনের পুরাতন ও একঘেঁয়েমী ডিজাইন ক্রেতাদের মাঝে তেমন আকর্ষণ সৃষ্টি করতে পারে না। তাই পণ্যের নতুন ডিজাইন করার মাধ্যমে পণ্যটিকে ক্রেতাদের মাঝে আকর্ষণীয় করে তোলা যায়, যা পণ্যের চাহিদা ও বিক্রয় বৃদ্ধিতে ব্যাপকভাবে সহায়তা করে। বর্তমানে ইলেক্ট্রনিক্স পণ্যের ক্ষেত্রে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়।

২. উৎপাদন ব্যয় হ্রাস (Reduction of cost): পণ্যের নতুন ডিজাইনের জন্য উৎপাদন পদ্ধতি ও মেশিনপত্র পরিবর্তন করার প্রয়োজন পড়ে। যে কোন পদ্ধতি ও মেশিনপত্র পরিবর্তন করার অর্থ হলো পূর্বের তুলনায় আধুনিক পদ্ধতি ও মেশিনপত্র ব্যবহার করা। আর আধুনিক পদ্ধতি ও মেশিন ব্যবহার করার ফলে একদিকে যেমন উৎপাদন উপকরণের অপচয় হ্রাস হয়, অন্যদিকে তেমনি দ্রুততার সাথে উৎপাদন কার্য সম্পাদন করা সম্ভব হয়। উৎপাদনের অপচয় হ্রাস এবং দ্রুত উৎপাদনের ফলে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়, যা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অপরিহার্য।

৩. উপযোগ সংযোগ (Adding utility): পণ্যের বর্তমান উপযোগের সাথে নতুন নতুন সুযোগ - সুবিধা সংযোগ করে পণ্যের ডিজাইন করা হলে তাকে উপযোগ সংযোগ বলে। পণ্য ডিজাইনের মাধ্যমে পুরাতন পণ্যের সাথে নতুন নতুন উপযোগ যুক্ত করা হয়। যেমন পুরাতন মোবাইল সেটের তুলনায় নতুন মোবাইল সেটে একাধিক ফাংশন থাকে যা এর ব্যবহারকারীকে বহুমুখী ব্যবহারের নিশ্চয়তা দেয়। কথা বলার পাশাপাশি সময় দেখা, ছবি দেখা, গান শোনা এবং ছবি তোলাসহ আরো কত প্রকার কাজ একটি মাত্র মোবাইল সেটের মাধ্যমে করা যায়। ফলে এর উপযোগিতা বহুলাংশে বৃদ্ধি পায়। অনুরূপভাবে ডিজিটাল ঘড়ি, কম্পিউটার ইত্যাদির ক্ষেত্রেও আমরা অনুরূপ উপযোগ সংযোগের বিষয়টি লক্ষ্য করতে পারি।

৪. প্রতিযোগিতা মোকাবেলা (Facing competition): পণ্য ডিজাইনের ফলে একদিকে যেমন ক্রেতাদের মাঝে পণ্যের গুরুত্ব বৃদ্ধি পায় অন্যদিকে তেমনি একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পাওয়ায় ক্রেতারা তুলনামূলক কম দামে পণ্যটি ক্রয় করতে পারে। আবার নতুন ডিজাইনের মাধ্যমে পণ্যের গুণগত মানও বৃদ্ধি করা হয়, যা পণ্যটিকে ক্রেতাদের মাঝে আরো জনপ্রিয় করে তোলে। ফলে প্রতিষ্ঠানের প্রতিযোগিতা মোকাবেলা করার ক্ষমতা বৃদ্ধি পায়। এ কারণে অনেক প্রতিষ্ঠান নতুন নতুন ডিজাইনের পণ্য বাজারে পরিবেশন করে প্রতিযোগী প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পণ্য ডিজাইন করা হয় নির্দিষ্ট কিছু সুবিধা অর্জনের জন্য। এ সুবিধাগুলোর অন্যতম হলো- প্রতিযোগিতা মোকাবেলা, উপযোগ সংযোগ, উৎপাদন ব্যয় হ্রাস, ক্রেতা আকর্ষণ সৃষ্টি ইত্যাদি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url