পণ্য ডিজাইনের শ্রেণিবিভাগ| Classifications of Product Design
বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে পণ্যের ডিজাইন করা হয়। এ উদ্দেশ্যগুলো হতে পারে- পণ্যের গুণগত মানের পরিবর্তন করা; অথবা আকার - আকৃতির পরিবর্তন করা; অথবা উৎপাদন কলা - কৌশলের পরিবর্তন করা; অথবা পরিবর্তিত উপায়ে পণ্যটি ক্রেতাদের মাঝে উপস্থাপন করা ইত্যাদি। বিভিন্ন ধরনের পণ্য ডিজাইন সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো:
১. ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন (Functional design): পণ্যের বর্তমান কার্যকারিতা বা উপযোগিতা পরিবর্তনের জন্য পণ্যের ডিজাইন করা হতে পারে। যে ডিজাইনে পণ্যের কার্যকারিতা বা উপযোগিতা পরিবর্তন করা হয় তাকে ক্রিয়াগত ডিজাইন বলে। এক্ষেত্রে পণ্যের কার্যকারিতা বা মান প্রত্যক্ষভাবে বৃদ্ধি পায়। যেমন: মশার কয়েল তৈরির কোম্পানিগুলো মশা মারার সাধারণ কয়েলের পাশাপাশি মশা মারার বুস্টার কয়েল বাজারে চালু করে।
২. রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন (Aesthetic design): যে ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে ক্রেতাদের নিকট পণ্যটিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয় তাকে রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন বলে। এ ধরনের পণ্য ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে ক্রেতাদের নিকট পণ্যটিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়। এক্ষেত্রে পণ্যের মান পূর্বের ন্যায় রেখে পণ্যের রং, স্টাইল ও বাহ্যিক ডিজাইনের পরিবর্তন করা হয়। যেমন- বিউটি সোপ কোম্পানিগুলো তাদের সাবানের আকার, রঙ বা গন্ধ পরিবর্তন করে বাজার দখলের চেষ্টা করে।
৩. উৎপাদন ডিজাইন (Production design): যে ডিজাইনের মূল লক্ষ্য হলো- নতুন ও উন্নত কলা কৌশল ব্যবহার করে পণ্য বা সেবা উৎপাদন করা তাকে উৎপাদন ডিজাইন বলে। এরূপ ডিজাইনের মূল উদ্দেশ্য হলো- উৎপাদনের ক্ষেত্রে এর অপচয় হ্রাস করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং ব্যয় হ্রাসের উপর অধিক গুরুত্বারোপ করা। যেমন: কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান ম্যানুয়্যাল পদ্ধতির স্থলে কম্পিউটারাইজ্ড ও আধুনিক পদ্ধতি ব্যবহার করতে পারে।
৪. প্যাকিং ডিজাইন (Packaging design): পণ্যের আকার বা গুণাগুণ পরিবর্তন না করে শুধুমাত্র প্যাকিং পরিবর্তন করাকে প্যাকিং ডিজাইন বলে। এরূপ ডিজাইনের ক্ষেত্রে উৎপাদকগণ নতুন প্যাকেটের মাধ্যমে পণ্যটি ক্রেতার নিকট উপস্থাপন করে। যেমন: আমরা প্রায়ই শুনে থাকি যে, নতুন মোড়কে পণ্যটি বাজারে এসেছে। বিশেষ করে ছোটদের জন্য তৈরি চকলেট, চিপস, চুইংগাম ইত্যাদি পণ্যের ক্ষেত্রে এরূপ ডিজাইন করা হয়। এতে পরিবর্তিত মোড়কে ক্রেতারা আকৃষ্ট হতে পারে।
পরিশেষে বলা যায়, উদ্দেশ্য অর্জনের জন্য পণ্যের যে ধরনের ডিজাইন করা হয় তা উপরে আলোচনা করা হয়েছে। তবে যে ধরনেরই পণ্য ডিজাইন হোক না কেন, এর মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের সন্তুষ্টি বিধান করা।