এইচ.এস.সি অর্থনীতি ১ম পত্র- ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন

১. অর্থনীতিতে বাজার বলতে কী বোঝায়?
উত্তর: অর্থনীতিতে বাজার বাজার বলতে নির্দিষ্ট কোনো পণ্যকে বুঝায়, যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দরকষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয় - বিক্রয় হয়।

২. স্বল্পকালীন বাজার কী?
উত্তর: যে বাজারে দ্রব্যের চাহিদার পরিবর্তনের সাথে সাথে যোগান সামান্য পরিবর্তিত হয় তাকে স্বল্পকালীন বাজার (Short Period Market) বলে। যেমন– শাড়ি, লুঙ্গি প্রভৃতি দ্রব্যের বাজার।

৩. অতি স্বল্পকালীন বাজার কী?
উত্তর: যে দ্রব্যের ক্রয় - বিক্রয় স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় সে বাজারকে অতি স্বল্পকালীন বাজার (Very Short Period Market) বলে। যেমন— মাছ, দুধ, শাকসবজির বাজার।

8. দীর্ঘকালীন বাজার কী?
উত্তর: যে বাজারে দ্রব্যের চাহিদা পরিবর্তনের সাথে সাড়ানো যোগান পরিবর্তন করা যায় তাকে দীর্ঘকালীন বাজার বলে।

৫. জাতীয় বাজার কাকে বলে? 
উত্তর: যেসব দ্রব্যের কেনাবেচা দেশের মধ্যে সমগ্র এলাকা জুড়ে বিস্তৃত। থাকে তাকে জাতীয় বাজার বলে। যেমন: চাল, কাপড়, কাগঞ্জ ইত্যাদি।

৬. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কী?
উত্তর: যে বাজারে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য। একটি নির্দিষ্ট দামে ক্রয় - বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার (Perfect Competition Market) বলে।

৭. রক্ষণশীল দ্রব্য বলতে কোন দ্রব্যকে বোঝানো হয়? 
উত্তর: রক্ষণশীল দ্রব্য (Durable Goods) বলতে সেই সব দ্রব্য বোঝানো হয় যেগুলো স্থায়ী এবং এদেরকে মজুদ করে রাখা যায়। 

৮. একচেটিয়া বাজার কী?
উত্তর: যে বাজারে মাত্র একজন উৎপাদনকারী বা বিক্রেতা কোনো দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে এবং দ্রব্যটির নিকট পরিবর্তিত দ্রব্য থাকে না তাকে একচেটিয়া (Monopoly Market) বাজার বলে।

৯. ডুয়োপলি বাজার কাকে বলে?
উত্তর: যে বাজারে মাত্র দুজন বিক্রেতা সমগ্র বাজারে পণ্যের যোগান নিয়ন্ত্রণ করে তাকে ডুয়োপলি বাজার বলে।

১০. ডুয়োপসনি বাজার কী?
উত্তর: যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র দুইজন, কিন্তু বিক্রেতার সংখ্যা অসংখ্য থাকে তাকে ডুয়োপসনি বাজার বলে।

১১. মনোপসনি বাজার কী?
উত্তর: যে বাজারে বিক্রেতার সংখ্যা বেশি হলেও ক্রেতার সংখ্যা মাত্র একজন হয় তাকে মনোপসনি বাজার (Monopsony Market) বলে।

১২. অলিগোপলি বাজারের সংজ্ঞা দাও।
উত্তর: যে বাজারে মুষ্টিমেয় কয়েকজন বিক্রেতা সমজাতীয় অথবা পৃথিকীকৃত দ্রব্য বিক্রয় করে, তাকে অলিগোপলি বাজার বলে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url