এইচ.এস.সি অর্থনীতি ২য় পত্র ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন
সরকারি অর্থব্যবস্থা জ্ঞানমূলক প্রশ্ন
১. সরকারি অর্থব্যবস্থা কাকে বলে?
উত্তর: অর্থনীতির যে শাখায় সরকারের আয় - ব্যয় ও আলোচনা করা হয় তাকে সরকারি অর্থব্যবস্থা বলে।
২. সরকারি ব্যয় কী?
উত্তর: দেশের ভেতরে শান্তিশৃঙ্খলা বজায় রাখা , দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ, সামাজিক কল্যাণ সাধন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি কাজের জন্য সরকার যে অর্থ খরচ করে তাকে সরকারি ব্যয় বলে।
৩. সরকারি ব্যয়ের মূল উদ্দেশ্য কী?
উত্তর: বিশেষ কোনো ব্যক্তি বা শ্রেণিকে কোনো বিশেষ সুবিধা প্রদান নয় বরং সমাজের সবজনীন উন্নতি বিধানই হলো সরকারি ব্যয়ের মূল উদ্দেশ্য।
৪. উন্নয়নমূলক ব্যয় কী?
উত্তর: পরিবহণ ও যোগাযোগ, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন , সেচ প্রকল্প, শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান নির্মাণ, শিল্প ও কৃষি উন্নয়ন, বন্দর ও বাঁধ নির্মাণ, পানি সম্পদের উন্নয়ন ইত্যাদি কাজের জন্য সরকারি ব্যয়কে উন্নয়নমূলক ব্যয় বলে।
৫. সরকারের অনুন্নয়নমূলক ব্যয় কী?
উত্তর : সরকারের যে ব্যয় অধিক পরিমাণে দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদনে সহায়ক নয় তাকে সরকারের অনুন্নয়নমূলক ব্যয় বলে।
৬. রাজস্ব ব্যয় কী?
উত্তর: দেশের ভেতরে প্রশাসনিক কাজ পরিচালনা, সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণ, জনসাধারণকে সরকারি সেবা প্রদান, কর, ফি, জরিমানা ইত্যাদি আদায়, সরকারি ঋণের ওপর সুদ প্রদান প্রভৃতি কাজের জন্য সরকারের যে ব্যয় হয় তাকে রাজস্ব ব্যয় বলে।
৭. হস্তান্তর ব্যয় কী?
উত্তর: সরকারি ব্যয়ের মাধ্যমে যদি সম্পদ কেবল একশ্রেণির নিকট হতে অন্য শ্রেণির নিকট হস্তান্তরিত হয় তাকে হস্তান্তর ব্যয় বলে।
৮. প্রকৃত ব্যয় কাকে বলে?
উত্তর: সরকারি যে ব্যয়ের ফলে সম্পদের উপযোগ সম্পূর্ণ বিনষ্ট হতে পারে তাকে প্রকৃত ব্যয় বলে।
৯. অনুৎপাদনশীল ব্যয় কী?
উত্তর: সরকারের যেসব ব্যয়ের ফলে ভবিষ্যতে আয় বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই তাদের অনুৎপাদনশীল ব্যয় বলা হয়।
১০. সংরক্ষণমূলক ব্যয় কী?
উত্তর: দেশের নিরাপত্তা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য যে ব্যয় করা হয় তাকে সংরক্ষণমূলক ব্যয় বলা হয়।
১১. সরকারি আয় কী?
উত্তর: প্রত্যেক দেশেই সরকার তার সাধারণ প্রশাসনিক কার্যাবলি ও বিভিন্ন আর্থ - সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে তাকে সরকারি আয় বলে।
১২. মৃতভার ঋণ কী?
উত্তর: যে ঋণ প্রত্যক্ষ আয়ের অন্তর্ভুক্ত হয় না, দেশের উৎপাদন ও নিয়োগ বৃদ্ধি পায় না এবং কল্যাণ বৃদ্ধি পায় না তাকে মৃতভার ঋণ বলে।
১৩. পরোক্ষ কর কী?
উত্তর: নিজের ওপর আরোপিত কোনো করের ভার কেউ যদি অন্যের ওপর চাপাতে পারে তাহলে তাকে পরোক্ষ কর বলে।
১৪. আবগারি শুল্ক কী?
উত্তর: দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের ওপর আরোপিত শুল্ককে আবগারি শুল্ক বলে।
১৫. সম্পূরক শুল্ক কী?
উত্তর: কিছু কিছু দ্রব্যের ওপর আমদানি বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরেও যে অতিরিক্ত কর আরোপ করা হয় তা সম্পূরক শুল্ক বা কর হিসেবে পরিচিত।
১৬. ভূমি রাজস্ব কী?
উত্তর: ভূমি ভোগ - দখলের জন্য ভূমির মালিক সরকারকে যে খাজনা দেয় তাকে ভূমি রাজস্ব বলে।
১৭. কর বলতে কী বোঝ?
উত্তর: কোন প্রত্যক্ষ উপকারের আশা না করে রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে।
১৮. পণ্য কর কী?
উত্তর: পণ্যদ্রব্য বিক্রির ওপর একক প্রতি অথবা তার মূল্যের ভিত্তিতে যে কর ধার্য করা হয় তাকে পণ্য কর বলে।
১৯. মূসক কী?
উত্তর: উৎপাদনের প্রতিটি ধাপে ধাপে যে মূল্য সংযোজন ঘটে তার ওপর আরোপিত করকে মূসক (মূল্য সংযোজন কর) বলে।
২০. আয়কর কী?
উত্তর: কোনো ব্যক্তি অথবা ব্যবসায় প্রতিষ্ঠান তার আয়ের ওপর যে কর প্রদান করে তাকে আয়কর বলে।
২১. মজুরি কর কাকে বলে?
উত্তর: শ্রমিক তার কায়িক অথবা মানসিক শ্রম বিক্রির মাধ্যমে অর্জিত অর্থের ওপর ধার্যকৃত যে কর প্রদান করে থাকে তাকে মজুরি কর বলে।
২২. ফি কাকে বলে?
উত্তর: সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা দানের বদলে তার কাছে থেকে পূর্ব নির্ধারিত হারে যে অর্থ আদায় করে তাকে ফি বলে।