ফার্ম ও শিল্পের ধারণা Concept of Firm and Industry

১. প্লান্ট (Plant): একটি দ্রব্য উৎপাদনে একই ব্যবস্থাপনায় কতগুলো স্বয়ংসম্পূর্ণ ইউনিট বা একক থাকে। উৎপাদনের এসব স্বয়ংসম্পূর্ণ ইউনিট বা এককগুলোকে প্ল্যান্ট (plant) বলে। তাঁতের কাপড় বা পাটকলে প্রতিটি আঁত বা লুম হলো এক একটি প্ল্যান্ট।

২. ফার্ম (Firm): একই ব্যবস্থাপনায় একটি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ একাধিক প্ল্যান্ট থাকতে পারে। এসব প্ল্যান্টের সমষ্টিই হলো ফার্ম। সূতরাং, একই ব্যবস্থাপনায় উৎপাদনের সকল ইউনিটের সমষ্টিকে ফার্ম (Firm) বলে। যেমন— 

১. তিব্বত সাবান কারখানা হলো ফার্ম, এ কারখানার অধীনে প্রতিটি স্বয়ংসম্পূর্ণ ইউনিট হলো প্ল্যান্ট।

২. আকিজ জুট মিল হলো ফার্ম এবং এর অধীনে প্রতিটি স্বয়ংসম্পূর্ণ ইউনিট হলো প্ল্যান্ট।

৩. বনরূপা টেক্সটাইল মিল হলো ফার্ম এবং এর অধীনে প্রতিটি স্বয়ংসম্পূর্ণ ইউনিট হলো প্ল্যান্ট।
৩. শিল্প (Industry): বিভিন্ন ব্যবস্থাপনার অধীনে একই দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে শিল্প বলে। অন্যভাবে, কোনো শিল্পের অন্তর্ভুক্ত একক উৎপাদন ইউনিটকে ফার্ম এবং সব ফার্মকে একত্রে শিল্প বলে। যেমন- 

১. বাংলাদেশে অবস্থিত কাপড় কাচা সাবানের ফার্মগুলোর সমষ্টিকে কাপড় কাচা সাবানের শিল্প বলা হয়।

২. বাংলাদেশের জুট মিলসমূহ একত্রে পাট শিল্প।

৩. বাংলাদেশের টেক্সটাইল মিলগুলো একত্রিত হয়ে টেক্সটাইল শিল্প।

৪. বাংলাদেশের সকল চিনির মিল নিয়ে চিনি শিল্প গড়ে উঠেছে। 

ফার্ম ও শিল্পের বৈশিষ্ট্য | Characteristics of Firm and Industry


 ফার্ম ও শিল্পের কতিপয় বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হলো ফার্মের বৈশিষ্ট্য:

১. একই ব্যবস্থাপনায় উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ এক বা একাধিক প্ল্যান্টের সমষ্টি হলো ফার্ম।

২. একক ব্যবস্থাপনায় পরিচালিত।

৩. একটি নির্দিষ্ট দ্রব্য উৎপাদনকারী একক প্রতিষ্ঠান নিয়ে ফার্ম গঠিত হয়।

৪. ফার্মের পরিধি সীমিত।

৫. পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল, কারণ দাম স্থির থাকে।

৬. ফার্মের যোগান মোট উৎপাদনের তুলনায় খুবই কম।

৭. দামের ওপর কারও প্রভাব নেই। পূর্ণ প্রতিযোগিতার ফার্ম দামগ্রহীতা তথা Price Taker হিসেবে কাজ করে।

৮. একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই; কারণ একটি ফামই হলো শিল্প।

৯. ফার্ম ক্ষুদ্র আঙ্গিকে বিশ্লেষিত হয়।

১০. পূর্ণ প্রতিযোগিতায় এবং একচেটিয়া বাজারে স্বল্পকালে ফার্ম স্বাভাবিক, অস্বাভাবিক মুনাফা অর্জন করে। তবে দীর্ঘকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেবল স্বাভাবিক মুনাফা অর্জন করে, একচেটিয়ায় দীর্ঘকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করে।

শিল্পের বৈশিষ্ট্য


১. বিভিন্ন ব্যবস্থাপনার অধীনে একই দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে শিল্প বলে।

২. শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত।

৩. একই দ্রব্য উৎপাদনকারী সকল ফামকে নিয়ে শিল্প গঠিত হয়।

৪. শিল্পের পরিধি ব্যাপক।

৫. শিল্পের চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী।

৬. শিল্পের যোগান ফার্মের তুলনায় বেশি।

৭. শিল্পে, চাহিদ যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ায় দাম নির্ধারিত হয়।

৮. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য রয়েছে।

৯. শিল্প বৃহৎ আঙ্গিকে বিশ্লেষিত হয়।

১০. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে শিল্প স্বাভাবিক মুনাফা অর্জন করে। কিন্তু স্বল্পকালে ফার্ম স্বাভাবিক, ক্ষতি ও অস্বাভাবিক মুনাফা অর্জন করে।

ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য | Difference between Firm & Industry


১. সংজ্ঞ: একই মালিকানায় উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ এক বা একাধিক প্ল্যান্ট থাকে, তাদের সমষ্টিকে ফার্ম বলে। অন্যদিকে, বিভিন্ন ব্যবস্থাপনায় সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে শিল্প বলে।

২. ব্যবস্থাপনা: ফার্ম একক বা একই ব্যবস্থাপনায় পরিচালিত হয়। অপরদিকে, শিল্প বিভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয়।

৩. প্রতিষ্ঠানের সংখ্যা: একটি নির্দিষ্ট দ্রব্য উৎপাদনকারী একক প্রতিষ্ঠান হলো ফার্ম। আর, সমজাতীয় বা একই দ্রব্য উৎপাদনকারী সকল ফার্মকে একত্রে শিল্প বলা হয়।

৪. পরিধি: ফার্মের পরিধি সীমিত। শিল্পের পরিধি বিস্তৃত।

৫. দাম নির্ধারণ: দামের ওপর প্রভাব নেই। তাই দাম গ্রহীতা হিসেবে কাজ করে। দ্রব্যের দাম নির্ধারণে শিল্প বড় ভূমিকা পালন করে।

৬. যোগান: ফার্মের যোগান শিল্পের তুলনায় ছোট। শিল্পের যোগান অনেক বেশি।

৭. চাহিদা রেখা: পূর্ণ প্রতিযোগিতায় ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল। শিল্পের চাহিদা রেখা ডানদিকে নিম্নগামী এবং যোগান রেখা ঊর্ধ্বগামী।

৮. বাজার: একচেটিয়ায় ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই। পূর্ণ প্রতিযোগিতায় ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য বিদ্যমান।

৯. মুনাফা: স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতায় ও একচেটিয়ায় ফার্ম স্বাভাবিক মুনাফা; অস্বাভাবিক মুনাফা ও ক্ষতি স্বীকার করে উৎপাদন করে। তবে দীর্ঘকালে ফার্ম পূর্ণ প্রতিযোগিতায় স্বাভাবিক মুনাফা ও একচেটিয়ায় অস্বাভাবিক মুনাফা অর্জন করে। অন্যদিকে, পূর্ণ প্রতিযোগিতায় দীর্ঘকালে শিল্প স্বাভাবিক মুনাফা অর্জন করে এবং একচেটিয়ায় শিল্প অস্বাভাবিক মুনাফা অর্জন করে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url