এইচএসসি অর্থনীতি ১ম পত্র অধ্যায় ১ বহুনির্বাচনি প্রশ্ন
১.‘অর্থনীতি’ শব্দটি গ্রিক কোন শব্দ থেকে এসেছে?
ক. Oikos
২১. কী পরিমাণ স্বর্ণ মজুত থাকলে জাকাত দিতে হয়?
ক. ৭.৫ তোলা✓
খ. ১০. ৫ তোলা
গ. ৫২.৫ তোলা
ঘ. ১৫২ তোলা
২২. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল উদ্দেশ্য কী?
ক. মুনাফা সর্বোচ্চকরণ
খ. সামাজিক কল্যাণ✓
গ. সম্পদ অর্জন
ঘ. মালিকানা গ্রহণ
২৩. অসীম অভাবের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগবিন্যাসকে কী বলা হয়?
ক. জাতীয় অর্থনৈতিক সমস্যা
খ. সামাজিক অর্থনৈতিক সমস্যা
গ. মৌলিক সমস্যার সমাধান✓
ঘ. অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন
২৪. ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য অপ্রচুর সম্পদের মধ্যে সমন্বয়সাধনকারী মানুষের আচরণ বিশ্লেষণ করে।’- উক্তিটি কার?
ক. অধ্যাপক মার্শাল
খ. অ্যাডাম স্মিথ
গ. এল রবিন্স✓
ঘ. কার্ল মার্ক্স
২৫. The principle of Economics গ্রন্থটির কার লেখা?
ক. অ্যাডাম স্মিথ
খ. ডেভিড রিকার্ডো
গ. পল স্যামুয়েলসন
ঘ. অধ্যাপক মার্শাল✓
২৬. স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মূল ভিত্তি কী?
ক. অবাধ প্রতিযোগিতা✓
খ. মালিকানার স্বাধীনতা
গ. সম্পদের সুষ্ঠু ব্যবহার
ঘ. রাজনৈতিক প্রভাব
২৭. অর্থনীতিতে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কে?
ক. মার্শাল
খ. কার্ল মার্ক্স
গ. রাগনার ফ্রিশ✓
ঘ. কেইন্স
২৮. বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান?
ক. সমাজতান্ত্রিক
খ. ধনতান্ত্রিক
গ. মিশ্র✓
ঘ. ইসলামি
২৯. সামষ্টিক অর্থনীতির মূল চলক কোনটি?
ক. বিনিয়োগ স্তর
খ. ভোগ স্তর
গ. বেকারত্বের হার
ঘ. জাতীয় আয়✓
৩০. ‘ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে কোনো মৌলিক বিরোধ নেই। উভয়ই সম্পূর্ণরূপে অপরিহার্য।’—উক্তিটি কার?
ক. পল স্যামুয়েলসন✓
খ. অধ্যাপক মার্শাল
গ. জন হিকস্
ঘ. মিল্টন ফ্রিডম্যান
৩১. অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝায়?
ক. অর্থনৈতিক কার্যকলাপ✓
খ. অর্থনৈতিক লেনদেন
গ. অর্থনৈতিক উৎপাদন
ঘ. দ্রব্য লেনদেন
৩২. ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা কোন অর্থব্যবস্থায় রয়েছে?
ক. ইসলামি অর্থব্যবস্থায়
খ. মিশ্র অর্থব্যবস্থায়
গ. পুঁজিবাদী অর্থব্যবস্থায়✓
ঘ. নির্দেশমূলক অর্থব্যবস্থায়
৩৩. অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয় কেন?
ক. চাহিদা বৃদ্ধি
খ. সম্পদের দুষ্প্রাপ্যতা✓
গ. জোগান বৃদ্ধি
ঘ. চাহিদা হ্রাস
৩৪. উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা কোনটি ব্যাখ্যা করা হয়?
ক. মোট ব্যয়
খ. সুযোগ ব্যয়✓
গ. প্রান্তিক আয়
ঘ. গড় আয়
৩৫. উৎপাদন সম্ভাবনা রেখা কী প্রকাশ করে?
ক. উৎপাদনের দক্ষতা✓
খ. উৎপাদনের পরিমাণ
গ. উৎপাদনের সক্ষমতা
ঘ. সুযোগ ব্যয়
৩৬. বিশ্বে কত ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে?
ক. দুই
খ. তিন
গ. চার✓
ঘ. পাঁচ
৩৭. ইসলামি অর্থব্যবস্থায় কোন ধরনের লেনদেনকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে?
ক. পণ্যভিত্তিক
৪১. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের মূল লক্ষণ কী?
ক. মুনাফা সর্বোচ্চকরণ✓
খ. উৎপাদন বৃদ্ধি
গ. সমাজ নিয়ন্ত্রণ
ঘ. বাজার নিয়ন্ত্রণ
৪২. ইসলামি অর্থনীতির মূল উৎস কয়টি?
ক. দুই
খ. তিন
গ. চার✓
ঘ. পাঁচ
৪৩. মুদ্রাস্ফীতি নেই কোন অর্থব্যবস্থায়?
ক. ইসলামি
খ. মিশ্র
গ. ধনতান্ত্রিক
ঘ. সমাজতান্ত্রিক✓
৪৪. সুযোগ ব্যয় কত প্রকার?
ক. দুই
খ. তিন✓
গ. চার
ঘ. পাঁচ
৪৫. অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ বলে অভিহিত করেছেন কে?
ক. মার্শাল
খ. ডেভিড রিকার্ডো
গ. এল. রবিন্স
ঘ. অ্যাডাম স্মিথ✓
৪৬. সামষ্টিক অর্থনীতির জনক কে?
ক. পল স্যামুয়েলসন্স
খ. এল রবিন্স
গ. জে এম কেইন্স✓
ঘ. মার্শাল
৪৭. একটি জিনিস পাওয়ার জন্য অন্য জিনিস কিছুটা ত্যাগ করতে হয়—এ ধারণাকে অর্থনীতিতে কী বলে?
ক. সুযোগ ব্যয়✓
খ. উৎপাদন সম্ভাবনা রেখা
গ. উৎপাদন রেখা
ঘ. দুষ্প্রাপ্যতা
৪৮. ‘Macro’ শব্দের অর্থ কী?
ক. সামষ্টিক
খ. ব্যষ্টিক✓
গ. ক্ষুদ্র
ঘ. বিচ্ছিন্ন
৪৯. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রবক্তা কে?
ক. মার্শাল
খ. ডেভিড রিকার্ডো
গ. এল রবিন্স
ঘ. অ্যাডাম স্মিথ✓
৫০. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সূত্রপাত হয় কোথায়?
ক. ইউরোপ✓
খ. যুক্তরাষ্ট্র
গ. যুক্তরাজ্য
ঘ. ইরাক
৫১. নির্দেশমূলক অর্থব্যবস্থা কোথায় চালু আছে?
ক. চীন
খ. ভারত
গ. উত্তর কোরিয়া✓
ঘ. রাশিয়া
ক. Oikos
খ. Okapia
গ. Nemain
গ. Nemain
ঘ. Oikonomia✓
২. ‘Oikonomia’ শব্দের অর্থ কী?
ক. শ্রম ব্যবস্থাপনা
খ. গৃহ ব্যবস্থাপনা✓
গ. অফিস ব্যবস্থাপনা
ঘ. অর্থ ব্যবস্থাপনা
৩. ‘The general theory of employment, interest and money’- নামক গ্রন্থটি কার?
ক. আলফ্রেড মার্শাল
খ. জে এম কেইন্স✓
গ. পল স্যামুয়েলসন
ঘ. অ্যাডাম স্মিথ
৪. অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি?
ক. দুটি
খ. তিনটি✓
গ. চারটি
ঘ. পাঁচটি
৫. অর্থনীতির যমজ সমস্যা দুটি কী কী?
ক. দুষ্প্রাপ্যতা ও নির্বাচন✓
খ. দাম ও পরিমাণ
গ. চাহিদা ও জোগান
ঘ. নিয়োগ ও বেকারত্ব
৬. নিচের কোনটি উৎপাদন সম্ভাবনা রেখাকে নির্দেশ করে?
ক. APC
খ. MPC
গ. PPC✓
ঘ. AFC
৭. PPC-এর পূর্ণরূপ কোনটি?
ক. Producer Possibility Curve
খ. Production Possibility Curve✓
গ. Production Provability Curve
ঘ. Production Productivity Curve
৮. কোন ধরনের অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি উভয় খাতের সহাবস্থান দেখা যায়?
ক. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়
খ. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়
গ. মিশ্র অর্থব্যবস্থায়✓
ঘ. ইসলামি অর্থব্যবস্থায়
১০. আধুনিক অর্থনীতির জনক কে?
ক. পল স্যামুয়েলসন✓
খ. আলফ্রেড মার্শাল
গ. অ্যাডাম স্মিথ
ঘ. জে এম কেইন্স
১১. কারা অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে মনে করতেন?
ক. ক্ল্যাসিকাল অর্থনীতিবিদ✓
খ. নয়া ক্ল্যাসিকাল অর্থনীতিবিদ
গ. আধুনিক অর্থনীতিবিদ
ঘ. কেইন্সিয়ান অর্থনীতিবিদ
১২. মার্শালের মতানুযায়ী অর্থনীতির মূল উদ্দেশ্য কী?
ক. মুনাফা অর্জন
খ. সম্পদ আহরণ
গ. দারিদ্র্য নিরসন
ঘ. মানবকল্যাণ✓
১৩. আলোচনার সুবিধার্থে অর্থনীতিকে কে দুটি ভাগে ভাগ করেন?
ক. স্যামুয়েলসন
খ. অধ্যাপক মার্শাল
গ. ডেভিড রিকার্ডো
ঘ. রাগনার ফ্রিশ✓
১৪. ‘Micro’ এবং ‘Macro’ এই দুটি শব্দ কে সর্বপ্রথম ব্যবহার করেন?
ক. অমর্ত্য সেন
খ. রাগনার ফ্রিশ✓
গ. পল স্যামুয়েলসন
ঘ. অধ্যাপক মার্শাল
১৫. অর্থনীতিতে ‘দুষ্প্রাপ্যতা’ বলতে কী বোঝায়?
ক. অভাব
খ. মুক্ত দ্রব্য
গ. সম্পদের স্বল্পতা✓
ঘ. নির্বাচন
১৬. যেসব দ্রব্যের চাহিদার তুলনায় জোগান কম, তাকে কী ধরনের দ্রব্য বলা হয়?
ক. গিফেন দ্রব্য
খ. অর্থনৈতিক দ্রব্য✓
গ. বিলাসজাত দ্রব্য
ঘ. ভোগ দ্রব্য
১৭. মানুষের অভাব কোন ধরনের?
ক. অসীম✓
১৮. বর্তমান বিশ্বে কয় ধরনের অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে?
ক. দুই ধরনের
১৯. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের
মালিক কে?
ক. ব্যক্তি✓
২০. ‘ইসলামি অর্থব্যবস্থা বলতে ইসলামি শরীয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের সুসংবদ্ধ বিশ্লেষণ ও অধ্যয়নকে বোঝায়।’— কে বলেছেন?
ক. ড. এম এ মান্নান
খ. মাওলানা রহিম
গ. ড. সাবাহ্ ইলদিন জাইম✓
ঘ. অ্যাডাম স্মিথ
২. ‘Oikonomia’ শব্দের অর্থ কী?
ক. শ্রম ব্যবস্থাপনা
খ. গৃহ ব্যবস্থাপনা✓
গ. অফিস ব্যবস্থাপনা
ঘ. অর্থ ব্যবস্থাপনা
৩. ‘The general theory of employment, interest and money’- নামক গ্রন্থটি কার?
ক. আলফ্রেড মার্শাল
খ. জে এম কেইন্স✓
গ. পল স্যামুয়েলসন
ঘ. অ্যাডাম স্মিথ
৪. অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি?
ক. দুটি
খ. তিনটি✓
গ. চারটি
ঘ. পাঁচটি
৫. অর্থনীতির যমজ সমস্যা দুটি কী কী?
ক. দুষ্প্রাপ্যতা ও নির্বাচন✓
খ. দাম ও পরিমাণ
গ. চাহিদা ও জোগান
ঘ. নিয়োগ ও বেকারত্ব
৬. নিচের কোনটি উৎপাদন সম্ভাবনা রেখাকে নির্দেশ করে?
ক. APC
খ. MPC
গ. PPC✓
ঘ. AFC
৭. PPC-এর পূর্ণরূপ কোনটি?
ক. Producer Possibility Curve
খ. Production Possibility Curve✓
গ. Production Provability Curve
ঘ. Production Productivity Curve
৮. কোন ধরনের অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি উভয় খাতের সহাবস্থান দেখা যায়?
ক. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়
খ. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়
গ. মিশ্র অর্থব্যবস্থায়✓
ঘ. ইসলামি অর্থব্যবস্থায়
৯. অর্থনীতির জনক কে?
ক. কার্ল মার্ক্স
খ. আলফ্রেড মার্শাল
গ. অ্যাডাম স্মিথ✓
ঘ. জে এম কেইন্স
ক. কার্ল মার্ক্স
খ. আলফ্রেড মার্শাল
গ. অ্যাডাম স্মিথ✓
ঘ. জে এম কেইন্স
১০. আধুনিক অর্থনীতির জনক কে?
ক. পল স্যামুয়েলসন✓
খ. আলফ্রেড মার্শাল
গ. অ্যাডাম স্মিথ
ঘ. জে এম কেইন্স
১১. কারা অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে মনে করতেন?
ক. ক্ল্যাসিকাল অর্থনীতিবিদ✓
খ. নয়া ক্ল্যাসিকাল অর্থনীতিবিদ
গ. আধুনিক অর্থনীতিবিদ
ঘ. কেইন্সিয়ান অর্থনীতিবিদ
১২. মার্শালের মতানুযায়ী অর্থনীতির মূল উদ্দেশ্য কী?
ক. মুনাফা অর্জন
খ. সম্পদ আহরণ
গ. দারিদ্র্য নিরসন
ঘ. মানবকল্যাণ✓
১৩. আলোচনার সুবিধার্থে অর্থনীতিকে কে দুটি ভাগে ভাগ করেন?
ক. স্যামুয়েলসন
খ. অধ্যাপক মার্শাল
গ. ডেভিড রিকার্ডো
ঘ. রাগনার ফ্রিশ✓
১৪. ‘Micro’ এবং ‘Macro’ এই দুটি শব্দ কে সর্বপ্রথম ব্যবহার করেন?
ক. অমর্ত্য সেন
খ. রাগনার ফ্রিশ✓
গ. পল স্যামুয়েলসন
ঘ. অধ্যাপক মার্শাল
১৫. অর্থনীতিতে ‘দুষ্প্রাপ্যতা’ বলতে কী বোঝায়?
ক. অভাব
খ. মুক্ত দ্রব্য
গ. সম্পদের স্বল্পতা✓
ঘ. নির্বাচন
১৬. যেসব দ্রব্যের চাহিদার তুলনায় জোগান কম, তাকে কী ধরনের দ্রব্য বলা হয়?
ক. গিফেন দ্রব্য
খ. অর্থনৈতিক দ্রব্য✓
গ. বিলাসজাত দ্রব্য
ঘ. ভোগ দ্রব্য
১৭. মানুষের অভাব কোন ধরনের?
ক. অসীম✓
খ. সীমিত
গ. সসীম
গ. সসীম
ঘ. অল্প
১৮. বর্তমান বিশ্বে কয় ধরনের অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে?
ক. দুই ধরনের
খ. তিন ধরনের
গ. চার ধরনের✓
গ. চার ধরনের✓
ঘ. পাঁচ ধরনের
১৯. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের
মালিক কে?
ক. ব্যক্তি✓
খ. সমাজ
গ. সরকার
গ. সরকার
ঘ. রাষ্ট্র
২০. ‘ইসলামি অর্থব্যবস্থা বলতে ইসলামি শরীয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের সুসংবদ্ধ বিশ্লেষণ ও অধ্যয়নকে বোঝায়।’— কে বলেছেন?
ক. ড. এম এ মান্নান
খ. মাওলানা রহিম
গ. ড. সাবাহ্ ইলদিন জাইম✓
ঘ. অ্যাডাম স্মিথ
ক. ৭.৫ তোলা✓
খ. ১০. ৫ তোলা
গ. ৫২.৫ তোলা
ঘ. ১৫২ তোলা
২২. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল উদ্দেশ্য কী?
ক. মুনাফা সর্বোচ্চকরণ
খ. সামাজিক কল্যাণ✓
গ. সম্পদ অর্জন
ঘ. মালিকানা গ্রহণ
২৩. অসীম অভাবের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগবিন্যাসকে কী বলা হয়?
ক. জাতীয় অর্থনৈতিক সমস্যা
খ. সামাজিক অর্থনৈতিক সমস্যা
গ. মৌলিক সমস্যার সমাধান✓
ঘ. অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন
২৪. ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য অপ্রচুর সম্পদের মধ্যে সমন্বয়সাধনকারী মানুষের আচরণ বিশ্লেষণ করে।’- উক্তিটি কার?
ক. অধ্যাপক মার্শাল
খ. অ্যাডাম স্মিথ
গ. এল রবিন্স✓
ঘ. কার্ল মার্ক্স
২৫. The principle of Economics গ্রন্থটির কার লেখা?
ক. অ্যাডাম স্মিথ
খ. ডেভিড রিকার্ডো
গ. পল স্যামুয়েলসন
ঘ. অধ্যাপক মার্শাল✓
২৬. স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মূল ভিত্তি কী?
ক. অবাধ প্রতিযোগিতা✓
খ. মালিকানার স্বাধীনতা
গ. সম্পদের সুষ্ঠু ব্যবহার
ঘ. রাজনৈতিক প্রভাব
২৭. অর্থনীতিতে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কে?
ক. মার্শাল
খ. কার্ল মার্ক্স
গ. রাগনার ফ্রিশ✓
ঘ. কেইন্স
২৮. বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান?
ক. সমাজতান্ত্রিক
খ. ধনতান্ত্রিক
গ. মিশ্র✓
ঘ. ইসলামি
২৯. সামষ্টিক অর্থনীতির মূল চলক কোনটি?
ক. বিনিয়োগ স্তর
খ. ভোগ স্তর
গ. বেকারত্বের হার
ঘ. জাতীয় আয়✓
৩০. ‘ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে কোনো মৌলিক বিরোধ নেই। উভয়ই সম্পূর্ণরূপে অপরিহার্য।’—উক্তিটি কার?
ক. পল স্যামুয়েলসন✓
খ. অধ্যাপক মার্শাল
গ. জন হিকস্
ঘ. মিল্টন ফ্রিডম্যান
৩১. অর্থনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝায়?
ক. অর্থনৈতিক কার্যকলাপ✓
খ. অর্থনৈতিক লেনদেন
গ. অর্থনৈতিক উৎপাদন
ঘ. দ্রব্য লেনদেন
৩২. ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতা কোন অর্থব্যবস্থায় রয়েছে?
ক. ইসলামি অর্থব্যবস্থায়
খ. মিশ্র অর্থব্যবস্থায়
গ. পুঁজিবাদী অর্থব্যবস্থায়✓
ঘ. নির্দেশমূলক অর্থব্যবস্থায়
৩৩. অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয় কেন?
ক. চাহিদা বৃদ্ধি
খ. সম্পদের দুষ্প্রাপ্যতা✓
গ. জোগান বৃদ্ধি
ঘ. চাহিদা হ্রাস
৩৪. উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা কোনটি ব্যাখ্যা করা হয়?
ক. মোট ব্যয়
খ. সুযোগ ব্যয়✓
গ. প্রান্তিক আয়
ঘ. গড় আয়
৩৫. উৎপাদন সম্ভাবনা রেখা কী প্রকাশ করে?
ক. উৎপাদনের দক্ষতা✓
খ. উৎপাদনের পরিমাণ
গ. উৎপাদনের সক্ষমতা
ঘ. সুযোগ ব্যয়
৩৬. বিশ্বে কত ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে?
ক. দুই
খ. তিন
গ. চার✓
ঘ. পাঁচ
৩৭. ইসলামি অর্থব্যবস্থায় কোন ধরনের লেনদেনকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে?
ক. পণ্যভিত্তিক
খ. ব্যাংকভিত্তিক
গ. সুদভিত্তিক✓
ঘ. ব্যবসাভিত্তিক
৩৮. চাহিদার তুলনায় যে দ্রব্যের জোগান স্বল্প, তাকে কী বলে?
ক. অর্থনৈতিক দ্রব্য✓
খ. আমদানি দ্রব্য
গ. উৎপাদিত দ্রব্য
ঘ. ভোগ্য দ্রব্য
৩৯. বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা চালু রয়েছে?
ক. ধনতান্ত্রিক
খ. সমাজতান্ত্রিক
গ. ইসলামিক
ঘ. মিশ্র✓
৪০. অর্থনীতিকে ‘দুষ্প্রাপ্যতার বিজ্ঞান’ বলেছেন কে?
ক. মার্শাল
খ. ডেভিড রিকার্ডো
গ. এল. রবিন্স✓
ঘ. অ্যাডাম স্মিথ
গ. সুদভিত্তিক✓
ঘ. ব্যবসাভিত্তিক
৩৮. চাহিদার তুলনায় যে দ্রব্যের জোগান স্বল্প, তাকে কী বলে?
ক. অর্থনৈতিক দ্রব্য✓
খ. আমদানি দ্রব্য
গ. উৎপাদিত দ্রব্য
ঘ. ভোগ্য দ্রব্য
৩৯. বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা চালু রয়েছে?
ক. ধনতান্ত্রিক
খ. সমাজতান্ত্রিক
গ. ইসলামিক
ঘ. মিশ্র✓
৪০. অর্থনীতিকে ‘দুষ্প্রাপ্যতার বিজ্ঞান’ বলেছেন কে?
ক. মার্শাল
খ. ডেভিড রিকার্ডো
গ. এল. রবিন্স✓
ঘ. অ্যাডাম স্মিথ
ক. মুনাফা সর্বোচ্চকরণ✓
খ. উৎপাদন বৃদ্ধি
গ. সমাজ নিয়ন্ত্রণ
ঘ. বাজার নিয়ন্ত্রণ
৪২. ইসলামি অর্থনীতির মূল উৎস কয়টি?
ক. দুই
খ. তিন
গ. চার✓
ঘ. পাঁচ
৪৩. মুদ্রাস্ফীতি নেই কোন অর্থব্যবস্থায়?
ক. ইসলামি
খ. মিশ্র
গ. ধনতান্ত্রিক
ঘ. সমাজতান্ত্রিক✓
৪৪. সুযোগ ব্যয় কত প্রকার?
ক. দুই
খ. তিন✓
গ. চার
ঘ. পাঁচ
৪৫. অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ বলে অভিহিত করেছেন কে?
ক. মার্শাল
খ. ডেভিড রিকার্ডো
গ. এল. রবিন্স
ঘ. অ্যাডাম স্মিথ✓
৪৬. সামষ্টিক অর্থনীতির জনক কে?
ক. পল স্যামুয়েলসন্স
খ. এল রবিন্স
গ. জে এম কেইন্স✓
ঘ. মার্শাল
৪৭. একটি জিনিস পাওয়ার জন্য অন্য জিনিস কিছুটা ত্যাগ করতে হয়—এ ধারণাকে অর্থনীতিতে কী বলে?
ক. সুযোগ ব্যয়✓
খ. উৎপাদন সম্ভাবনা রেখা
গ. উৎপাদন রেখা
ঘ. দুষ্প্রাপ্যতা
৪৮. ‘Macro’ শব্দের অর্থ কী?
ক. সামষ্টিক
খ. ব্যষ্টিক✓
গ. ক্ষুদ্র
ঘ. বিচ্ছিন্ন
৪৯. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রবক্তা কে?
ক. মার্শাল
খ. ডেভিড রিকার্ডো
গ. এল রবিন্স
ঘ. অ্যাডাম স্মিথ✓
৫০. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সূত্রপাত হয় কোথায়?
ক. ইউরোপ✓
খ. যুক্তরাষ্ট্র
গ. যুক্তরাজ্য
ঘ. ইরাক
৫১. নির্দেশমূলক অর্থব্যবস্থা কোথায় চালু আছে?
ক. চীন
খ. ভারত
গ. উত্তর কোরিয়া✓
ঘ. রাশিয়া
৫২. নির্দেশমূলক অর্থব্যবস্থায় সব সম্পদের মালিক কে?
ক. জনগণ
খ. রাষ্ট্র✓
গ. ব্যবসায়ী
ঘ. উৎপাদনকারী
৫৩. ‘Macros’ কোন শব্দ থেকে এসেছে?
ক. গ্রিক✓
খ. পর্তুগিজ
গ. ইংরেজি
ঘ. হিব্রু
৫৪. ইসলামি অর্থনীতিতে জাকাত প্রদানের হার কত?
ক. ২.০০%
খ. ২.৫%✓
গ. ৩.০০%
ঘ. ৩.৫%
৫৫. ‘Das Capital’ গ্রন্থের রচয়িতা কে?
ক. মার্শাল
খ. অধ্যাপক কেইন্স
গ. কার্ল মার্ক্স✓
ঘ. এল রবিন্স
৫৬. প্রধান অর্থনৈতিক সমস্যা কয়টি?
ক. ২টি
খ. ৩টি✓
গ. ৪টি
ঘ. ৫টি
৫৭. প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কী বলে?
ক. দুষ্প্রাপ্যতা✓
খ. অভাব
গ. সম্পদ ব্যয়
ঘ. সুযোগ ব্যয়
৫৮. মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে—
i. কী উৎপাদন করতে হবে?
ii. কীভাবে উৎপাদন করতে হবে?
iii. কার জন্য উৎপাদন করতে হবে?
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii✓
৫৯. ইসলামি অর্থনীতিতে বণ্টন করা হয়—
i. ফিতরা
ii. জাকাত
iii. জিজিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৬০. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো—
i. সম্পদের ব্যক্তিগত মালিকানা
ii. বেসরকারি উদ্যোগ
iii. অবাধ প্রতিযোগিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও ii
ক. জনগণ
খ. রাষ্ট্র✓
গ. ব্যবসায়ী
ঘ. উৎপাদনকারী
৫৩. ‘Macros’ কোন শব্দ থেকে এসেছে?
ক. গ্রিক✓
খ. পর্তুগিজ
গ. ইংরেজি
ঘ. হিব্রু
৫৪. ইসলামি অর্থনীতিতে জাকাত প্রদানের হার কত?
ক. ২.০০%
খ. ২.৫%✓
গ. ৩.০০%
ঘ. ৩.৫%
৫৫. ‘Das Capital’ গ্রন্থের রচয়িতা কে?
ক. মার্শাল
খ. অধ্যাপক কেইন্স
গ. কার্ল মার্ক্স✓
ঘ. এল রবিন্স
৫৬. প্রধান অর্থনৈতিক সমস্যা কয়টি?
ক. ২টি
খ. ৩টি✓
গ. ৪টি
ঘ. ৫টি
৫৭. প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কী বলে?
ক. দুষ্প্রাপ্যতা✓
খ. অভাব
গ. সম্পদ ব্যয়
ঘ. সুযোগ ব্যয়
৫৮. মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে—
i. কী উৎপাদন করতে হবে?
ii. কীভাবে উৎপাদন করতে হবে?
iii. কার জন্য উৎপাদন করতে হবে?
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii✓
৫৯. ইসলামি অর্থনীতিতে বণ্টন করা হয়—
i. ফিতরা
ii. জাকাত
iii. জিজিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৬০. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো—
i. সম্পদের ব্যক্তিগত মালিকানা
ii. বেসরকারি উদ্যোগ
iii. অবাধ প্রতিযোগিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও ii