মুদ্রার যোগান কাকে বলে?|What is Supply of Money?

অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর মধ্যে মুদ্রার যোগান অন্যতম। সাধারণভাবে অর্থের যোগান দ্বারা একটি দেশের মোট অর্থের পরিমাণ প্রকাশ পায়। মোট অর্থের মধ্যে প্রচলিত মুদ্রা (কারেন্সি) ও চাহিদা আমানত অন্তর্ভুক্ত থাকে। প্রচলিত মুদ্রা বলতে সব রকমের ধাতব মুদ্রা ও কাগজি নোটের সমষ্টিকে বোঝানো হয়। ব্যাংকের চাহিদা আমানত বলতে সেই আমানতকে বোঝানো হয়, যা থেকে আমানতকারী চাওয়া মাত্র অর্থ তুলতে পারে। সুতরাং অর্থের যোগানের সংজ্ঞা দাঁড়ায়— একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রচলিত মুদ্রা (কারেন্সি) ও চাহিদা আমানতের সমষ্টিকে অর্থের যোগান বলে।

মুদ্রার যোগানের উপাদান | Constituents of Money Supply


মুদ্রার যোগান কতকগুলো উপাদানের সমন্বয়ে সৃষ্ট। নিচে মুদ্রার যোগানের উপাদানগুলোর বিবরণ দেওয়া হলো: 

১. জনগণের হাতে মুদ্রা (Currency with the Public): জনগণের হাতে মুদ্রা হলো মোট মুদ্রার যোগান থেকে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং বিভাগে সংরক্ষিত কারেন্সি নোট এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর ভল্টে রক্ষিত নোট এ দুয়ের সমষ্টির বিয়োগফল। সংক্ষেপে সমীকরণটি হলো নিম্নরূপ: CU = MS - (CC + CB); যেখানে, CU = জনগণের হাতের মুদ্রা, MS = মুদ্রার সরবরাহ, CC = কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং বিভাগে সংরক্ষিত মুদ্রা এবং CB = বাণিজ্যিক ব্যাংকগুলোর ভল্টে রক্ষিত নোট। উল্লেখ্য, CC ও CB উপাদান দুটি কখনো জনগণের হাতে আসে না। তাই জনগণের হাতের মুদ্রা থেকে তা বাদ দেওয়া হয়।
মুদ্রার যোগান কাকে বলে
২. চাহিদা আমানত (Demand Deposits): ব্যাংকে গচ্ছিত ঐ আমানতকে চাহিদা আমানত বলে। যা গ্রাহকরা চাওয়ামাত্র ব্যাংক পরিশোধ করতে বাধ্য থাকে। এ ধরনের আমানত যারা ব্যাংকে রাখে তারা তা যেকোনো সময় নগদ অর্থে রূপান্তরিত করতে পারে অথবা লেনদেনের কাজে ব্যবহার করতে পারে। চলতি আমানতের বিপক্ষে চেক ইস্যু করে লেনদেন সম্পাদন করা হয়। উন্নত দেশগুলোতে বেশিরভাগ আর্থিক লেনদেন চলতি আমানতের বিপক্ষে চেক ইস্যু করে সম্পাদন করা হয়। উন্নয়নশীল দেশগুলোতেও এ ধরনের লেনদন শুরু হচ্ছে।

চাহিদা আমানত মুদ্রার মতোই কাজ করে বলে তা মুদ্রার যোগানের অন্তর্ভুক্ত হয়। সমীকরণের সাহায্যে মুদ্রার যোগানের এ উপাদানটি প্রকাশ করা যায়: DD = MS - (CU + TD); যেখানে, DD = চাহিদা আমানত ও TD = মেয়াদি আমানত। অন্য কথায়, মুদ্রার মোট যোগান থেকে জনগণের হাতের মুদ্রা ও মেয়াদি আমানতের সমষ্টি বাদ দিলে যা থাকে তাই চাহিদা আমানত।

৩. মেয়াদি আমানত (Time Deposits): ব্যাংক ও যেকোনো আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত যে মুদ্রা নির্দিষ্ট সময়ের পূর্বে সুদসহ উত্তোলন করা যায় না তাকে মেয়াদি আমানত বলে। এটিও মুদ্রার যোগানের একটি উপাদান। মেয়াদি আমানত বলতে মোট মুদ্রার যোগান থেকে চাহিদা আমানত এবং জনগণের হাতের মুদ্রা বাদ দিলে যা থাকে তাকে বোঝায়। সমীকরণের সাহায্যে বলা যায়: TD = MS – (CU + DD); যেখানে TD = মেয়াদি আমানত। 

তাই উপরের আলোচনার আলোকে বলা যায়, মুদ্রার যোগানের উপাদান হলো প্রধানত তিনটি; যথা— 

১. জনগণের হাতের মুদ্রা (CU)
২. ব্যাংকের চাহিদা আমানত (DD) এবং 
৩. ব্যাংকের মেয়াদি আমানত (TD) 
৪. অর্থ সরবরাহ, MS = CU + DD + TD
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url