কৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

আপনি যদি কৃষি ব্যাংকে একাউন্ট খুলতে চান? তাহলে জানুন কৃষি ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম এবং কি কি কাগজপত্র লাগবে। তাই একাউন্ট খোলার পূর্বে বাংলাদেশ কৃষি ব্যাংক সম্পর্কে সাধারণ কিছু তথ্য, নিয়ম সম্পর্কে আপনার জানা উচিত। নিচে কৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে বিস্তারিত সকল তথ্য আলোচনা করা হয়েছে।

বাংলাদেশ কৃষি ব্যাংক


কৃষি ব্যাংক বাংলাদেশের একটি বিশেষায়িত ব্যাংক। এটি শতভাগ সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান বা হলেন এমডি নাসিরুজ্জামান। বর্তমানে কৃষি ব্যাংকের ১০৩৮ টি অনলাইন শাখা রয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক এর সদর দপ্তর বাণিজ্যিক এলাকা মতিঝিল, ঢাকা।

কৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম


একাউন্ট তৈরি করার জন্য আপনার নিকটস্থ কৃষি ব্যাংক ব্রাঞ্চে অথবা সাফব্রাঞ্চে যাবেন। সাথে নিচে উল্লেখিত তথ্যাদি বা কাগজপত্র নিয়ে যাবেন। ব্যাংকে গিয়ে একাউন্ট তৈরির ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করে জমা দিলে একাউন্ট তৈরি করা হয়ে যাবে।
কৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

কৃষি ব্যাংকে একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগবে?


প্রথমত, কৃষি ব্যাংকের একাউন্ট খুলতে হলে অবশ্যই আপনার বয়স ১৮ এর বেশি হতে হবে। এছাড়া আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কপি সঙ্গে নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কপি ও ১ কপি ছবি এবং প্রাথমিকভাবে নুন্যতম ১০০০ টাকা জমা দিতে হব।

আমরা সাধারণত ব্যাংক একাউন্ট তৈরি করি টাকা-পয়সা লেনদেন করার জন্য। সুতরাং টাকার নিরাপত্তার জন্য কৃষি ব্যাংকে একাউন্ট তৈরি করতে কিছু কাগজ পত্র অবশ্যই লাগে। উপরের উল্লিখিত প্রয়োজনীয় কাগজ পত্র থাকলে আপনি সহজেই কৃষি ব্যাংক একাউন্ট তৈরি করতে পারবেন।

সাধারণত যেকোন ব্যাংক একাউন্ট করতে খুব বেশি কোন কাগজপত্র প্রয়োজন হয় না। তবে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনোভাবেই আপনি একাউন্ট তৈরি করতে পারবেন না আর সেটা যেকোন ব্যাংকই হোক না কেন। 
কৃষি ব্যাংক একাউন্ট খোলার ফরম
১. কৃষি ব্যাংক একাউন্ট যার নামে তৈরি করা হবে তার ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে।

২. যদি ভোটার আইডি কার্ড বা এনআইডি না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে।

৩. একাউন্ট করার জন্য প্রয়োজন হবে একজন নমিনির।

৪. নমিনির জাতীয় পরিচয়পত্র লাগবে।

৫. যার নামে অ্যাকাউন্ট তৈরি করা হবে তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

৬. নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ছবিটি। 

৭. প্রারম্ভিক ১০০০ টাকা জমা প্রয়োজন হবে। তবে এই টাকা আপনার একাউন্টেই জমা হিসেবে থাকবে।

১৮ বছরের কম বয়সীদের জন্য ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

আগে বলেছি যে ১৮ বছর এর কম বয়সীরা কৃষি ব্যাংক একাউন্ট তৈরি করতে পারবে না। তবে আপনি চাইলে students অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। অভিভাবক তত্ত্বাবধানে ১৮ বছর কম বয়সী ছেলে ও মেয়েদের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক একাউন্ট তৈরি করতে পারবেন।

বাংলাদেশ কৃষি ব্যাংক এর উদ্দেশ্য


পৃথিবীতে সকল ব্যাংকের কিছু না কিছু একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকে ঠিক তেমনি বাংলাদেশ কৃষি ব্যাংক সৃষ্টির কিছু উদ্দেশ্য আছে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্দেশ্য গুলো হলো বাংলাদেশের কৃষকদের তথা কৃষির উন্নয়নে আর্থিক ভাবে সহায়তা করা, জনসাধারণের কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়া, খাদ্যে স্বয়ং-সম্পূর্ণতা নিশ্চিত করা, দারিদ্র বিমোচন ও কৃষিভিত্তিক শিল্পে ঋণ প্রদান করা। সুতরাং বলা যায় বাংলাদেশের কৃষি শিল্পকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বর্তমানে কৃষির অবদান ক্রমশই নিম্নমুখী। এদেশের উন্নয়নে কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষকদের সকল প্রকার সুযোগ সুবিধা অর্থাৎ অর্থনৈতিক ভাবে সমস্যা সমাধানের ক্ষেত্রে, কষ্ট কমিয়ে আনার উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে।

কৃষকরা চাইলেই কম সময়ে অল্প সুদে কৃষি ব্যাংক থেকে টাকা লোন নিতে পারে। তাই আপনি কৃষি ব্যাংক থেকে যে কোনো সুযোগ-সুবিধা নিতে চাইলে প্রথমে আপনার কৃষি ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে। তাই কৃষি ব্যাংকের একাউন্ট তৈরীর জন্য একাউন্ট তৈরির সঠিক তথ্য ও নিয়ম জানতে হবে।

কৃষি ব্যাংকের সুযোগ সুবিধা 


বাংলাদেশ কৃষি ব্যাংকে যে ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে তা নিচে উল্লেখ করা হলো।

১. চার্জ ফ্রি অনলাইন ব্যাংকিং

২. এসএমএস ব্যাংকিং

৩. বৈদেশিক রেমিট্যান্স

৪. Q Cash নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম সেবা

৫. আমানত সেবা- এফডিআর

৬. ডাবল স্কি্‌ম

৭. মাসিক ডিপোজিট স্কিম ঋণ সেবা- শস্য ঋণ

৮. কৃষি যন্ত্রপাতি ও দারিদ্র বিমোচন ঋণ।

৯. এছাড়াও চিঠিপত্র আদান-প্রদান, পলিসি গাইডলাইন

১০. আইসিটি গাইড লাইন, তথ্য অধিকার নিশ্চিত করে। 

কৃষি ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম


কৃষি ব্যাংকের একাউন্ট চেক করার জন্য বাংলাদেশের যেকোন কৃষি ব্যাংকে গিয়ে আপনার একাউন্ট নাম্বার দিলে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। আপনার একাউন্টে SMS ব্যাংকিং সেবা চালু থাকলে প্রতিটি লেনদেনের তথ্য ব্যালেন্সের পরিমান SMS এর মাধ্যমে জানা যায়। তবে বর্তমানে সকল ব্যাংকেই SMS সেবা স্বয়ংক্রিয় ভাবে চালু থাকে। এছাড়া, এটিএম কার্ড ব্যবহার করে বুথ থেকেও ব্যালেন্স চেক করতে পারবেন।

কৃষি ব্যাংক লোন নেয়ার উপায়


কৃষি ব্যাংকের লোনের ভিন্ন ভিন্ন ক্যাটাগরি বা ধরণ রয়েছে, যেমন

১. কৃষি ঋণ

২. কৃষি যন্ত্রপাতি ঋণ

৩. প্রাণিসম্পদ ঋণ

৪. মৎস্য ঋণ

৫. গবাদিপশু পালন ও খামারের ঋণ

তবে এসব ক্যাটাগরিতে আলাদা আলাদা শর্তমতে ঋণ প্রদান করা হয়। কৃষি ব্যাংকে লোন নিতে হলে আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে।

১. এনআইডি কার্ডের ফটোকপি

২. পাসপোর্ট সাইজ ছবি

৩. জমির পরিমাণ

৪. পূর্বের ব্যাংক ডকুমেন্ট ইত্যাদি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url