সেলফিন একাউন্ট খোলার নিয়ম

আমরা কমবেশি সবাই মোবাইল ব্যাংকিং বিষয়ে জানি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো সেলফিন একাউন্ট কিভাবে খুলতে হয় এবং এর নিয়ম।

সেলফিন কি?


সেলফিন (Cellfin) হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (IBBL) কর্তৃক ডিজিটাল ওয়ালেট সেবা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর গ্রাহকদের জন্য এটি একটি মিনি ব্যাংক হিসাবে প্রায় সব ধরনের লেনদেন করতে পারবেন।

ইসলামী ব্যাংক সেলফিন অ্যাপ দিয়ে, ব্যাংক একাউন্ট খোলা, ব্যালেন্স ট্রান্সফার করা, ব্যাংক স্টেটমেন্ট দেখা, বিল পরিশোধ করা, চেকের জন্য আবেদন করা ইত্যাদি সবই করা যায় এই মোবাইলের মাধ্যমে মাধ্যমে। শুধু তাই নয় ব্যাংকিং এর প্রায় সকল সুবিধাই এই অ্যাপসটির মাধ্যমে গ্রাহকরা সেবা পেয়ে থাকি।
সেলফিন একাউন্ট খোলার নিয়ম

সেলফিন একাউন্ট খোলার জন্য কি লাগবে?


আপনার কাছে যদি একটা স্মার্ট ফোন থাকে তাহলে আপনি ঘরে বসেই খুব সহজে সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন। একাউন্ট খুলতে আপনার যা যা প্রয়োজন হবে।

  • বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
  • এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র কার্ড থাকতে হবে।
  • সিমকাড সচলসহ একটি মোবাইল থাকতে হবে।
 

সেলফিন একাউন্ট খোলার নিয়ম


সেলফিন একাউন্ট খোলার জন্য গুগোল প্লে স্টোর থেকে প্রথমে cellfin Apps ইন্সটল করতে হবে। তারপর কয়েকটি সহজ ধাপ সম্পন্ন করে সেলফিন একাউন্ট খুলে ফেলতে পারবেন। ভুলেও একাউন্ট খোলার সময় কোন তথ্য ভুল দিবেন না। কেননা ভুল তথ্য দিলে একাউন্টটি ভেরিফাই হবে না। নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি সেলফিন একাউন্ট খুলে ফেলতে পারবেন।

১. প্রথমে গুগোল প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করে নিন।

২. অ্যাপটি ইন্সটল সম্পন্ন হলে অ্যাপটি Open করুন।

২. এবার Registration বাটনে ক্লিক করুন।

৩. আপনার মোবাইল নাম্বার প্রদান করুন, মোবাইলে একটি ওয়ান টাইম গোপন কোড বা OTP কোড পাঠানো হবে। এটি ভেরিফেকেশন কোডও বলা হয়ে থাকে। ভেরিফেকেশন কোডটি দিয়ে পরবর্তী ধাপে যান।

৪. আপনার ভোটার আইডির প্রথমে সামনে ও পরে পিছনের ছবি ভাল করে তুলুন। ছবি যেন স্পষ্টভাবে উঠে সে দিকে খেয়াল রাখতে হবে।

৫. ভোটার আইডির ছবি সাবমিট করার পর আপনার সকল তথ্য দেখাবে, কোন ভুল থাকলে সংশোধন করে নিবেন। 

৬. আপনার পেশা ও বর্তমান ঠিকান দিন।

৭. আপনার সেলফি তুলতে হবে।

সাধারণত আপনার একাউন্ট ২৪ ঘন্টার মধ্যে একটিভ হয়ে যায়। তবে কখনো কিছু কিছু সময় বেশি লাগে। সে ক্ষেত্রে আপনাকে ৪৮ ঘন্টা অপেক্ষা করতে হতে পারে।

সেলফিন ব্যবহারের সুবিধা


১. সেলফিন অ্যাপ ব্যবহার করে দ্রুত টাকা লেনদেন করা যাবে।

২. ঘরে বসে যে কোনো ধরনের বিল দিতে পারবেন।

৩. যে কোন মোবাইল অপাটরে মোবাইল রিচার্জ করতে পারবেন।

৪. তালিকাভূক্ত সকল শপিং মল কিংবা অনলাইন শপ থেকে কেনাকাটার বিল পেমেন্ট করা করতে পারবেন।

৫. অন্য কাউকে টাকা পাঠানোর অনুরোধ করতে পারবেন।

৬. দেশের যেকোনো লোকাল নাম্বারে ব্যবহার করা অন্য সেলফিন ব্যবহারকারীকে টাকা পাঠানো যাবে।

৭. আপনি চাইলে দেশের বাইরে থেকেও এই অ্যাপটি ব্যবহার করা যাবে।

সেলফিন অ্যাপ ব্যবহারের সুবিধা


লেনদেন সম্পর্কিত সুবিধা


মোবাইল রিচার্জ: যেকোনো অপারেটরের মোবাইল রিচার্জ করা যাবে।

বিল পরিশোধ: বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, শিক্ষাগত ফি, ভর্তি ফি ইত্যাদি বিল পরিশোধ করা যাবে।

টাকা পাঠানো: দেশের যেকোনো লোকাল নাম্বারে ব্যবহার করা অন্য সেলফিন ব্যবহারকারীকে টাকা পাঠানো যাবে।

ফান্ড ট্রান্সফার: যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট, কার্ড বা মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক ফান্ড ট্রান্সফার করা যাবে।

ক্যাশ-ইন: ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা, এটিএম-সিআরএম ও এজেন্ট আউটলেট থেকে ক্যাশ-ইন করা যাবে।

ক্যাশ-আউট: এটিএম-সিআরএম থেকে ক্যাশ-আউট করা যাবে।

ক্যাশ-বাই-কোড: প্রাপকের কার্ড বা অ্যাকাউন্ট ছাড়াই টাকা পাঠানো যাবে যা এটিএম-এর মাধ্যমে উত্তোলন করা যাবে।

একাউন্ট সম্পর্কিত সুবিধা


১. ব্যাংক একাউন্ট খোলা: ব্যাংকে যাওয়া ছাড়াই ঘরে বসেই সেলফিন অ্যাকাউন্ট খোলা যাবে।

২. সেভিংস অ্যাকাউন্ট পরিচালনা: অ্যাকাউন্ট ব্যালেন্স, স্টেটমেন্ট এবং লেনদেন সম্পর্কে জানা যাবে।

৩. চেক বইয়ের জন্য আবেদন: সেলফিন অ্যাপের মাধ্যমে চেক বইয়ের জন্য আবেদন করা যাবে।

৪. দেশের মধ্যে ব্যবহারের জন্য ভিসা কার্ড নিতে পারবেন।

৫. শর্তসাপেক্ষে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড বা ভিসা কার্ড নিতে পারবেন।

৬. এছাড়াও নগদ ও বিকাশ অ্যাপে সরাসরি টাকা ট্রান্সফার দেওয়া যাবে কোন প্রকার চার্জ ছাড়াই।

অন্যান্য সুবিধা


QR ভিত্তিক POS ক্রয়: CellFin Quick Pay ব্যবহার করে QR কোড স্ক্যান করে কেনাকাটা করা যাবে।

ইকমার্স লেনদেন: বিভিন্ন ই-কমার্স সাইটে কেনাকাটার জন্য সেলফিন ব্যবহার করা যাবে।

মার্কেটপ্লেস: সেলফিনের মার্কেটপ্লেস থেকে বিভিন্ন পণ্য কেনা যাবে।

ট্রাভেল: ট্রেন, বাস, লঞ্চ ও বিমানের টিকিট কেনা যাবে।

লাইফস্টাইল: বিভিন্ন লাইফস্টাইল পরিষেবা যেমন খাবার ডেলিভারি, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি বুক করা যাবে।

ইন্টারন্যাশনাল রেমিট্যান্স: বিদেশ থেকে টাকা পাঠানো ও রিসিভ করা যাবে।

লগইন: মুখের মুখচিত্র (Face ID) বা আঙুলের ছাপ (Fingerprint) ব্যবহার করে লগইন করা যাবে।

নিরাপত্তা: পিন, পাসওয়ার্ড এবং OTP ব্যবহার করে অ্যাকাউন্ট নিরাপদ রাখা যাবে।

সেলফিন চার্জ

লেনদেনের ধরণচার্জ
সেলফিন ব্যালেন্স দেখাফ্রি
এড মানি ইসলামী ব্যাংকের একাউন্ট থেকে বা ডেবিট কার্ড থেকেফ্রি
এড মানি ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে(খিদমাহ কার্ড)০.৭%+ভ্যাট
এড মানি অন্য ব্যাংক থেকে২%
এড মানি এম ক্যাশ(mCash) থেকে১%
সেলফিন একাউন্ট থেকে অন্য সেলফিন একাউন্টেফ্রি
ব্যাংক একাউন্ট থেকে ব্যাংক একাউন্ট৫ টাকা
ফান্ড ট্রান্সফার(NPSB)০.০০০৩% (১০০ টাকা পর্যন্ত)
ফান্ড ট্রান্সফার(EFT)০.০০০৩% (১০০ টাকা পর্যন্ত)
টাকা উত্তোলন এটিএম থেকেফ্রি
রেমিটেন্স গ্রহণফ্রি
পেমেন্টফ্রি

উপসংহার

সেলফিন মোবাইল অ্যাপ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সর্বোত্তম ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা। এই অ্যাপ এর মাধ্যমে বর্তমানে ইসলামী ব্যাংকের ব্যাংকিং সেবার প্রায় শতকরা ৮০ ভাগ কাজ ঘরে বসেই সম্পন্ন করা যায়। তাই সাধারন একটি স্মার্ট মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে যে কেউ এই সেবাটি গ্রহন করতে পারবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url