বাংলাদেশের ব্যাংকগুলোর বর্তমান অবস্থা
বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংক হেলথ ইনডেক্স অ্যান্ড হিট ম্যাপ’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে ব্যাংকগুলোর স্বাস্থ্য দিন দিন অবনতি হচ্ছে।
বর্তমানে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা ৬১টি। ৬১ টি ব্যাংকের এর মধ্যে ১২ টির অবস্থা খুবই খারাপ। এছাড়া ৯টি ব্যাংক ইতোমধ্যে রেড জোনে চলে গেছে।
অপর ২৯ টির অবস্থান ইয়েলো জোনে আছে। এই ৬১ টি ব্যাংকের মধ্যে ৩টি ব্যাংক রেড জোনের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। মাত্র ১৬ টি ব্যাংক গ্রিন জোনে স্থান পেয়েছে।
এর মধ্যে ৮টি দেশি ব্যাংক ও ৮টি বিদেশি ব্যাংক রয়েছে। তবে এই প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিভাগ বিভিন্ন উপাদান নিয়ে মূল্যায়ন করে থাকে।
প্রতিনিয়ত ফাইনেন্সিয়াল রিস্ক ম্যানেজমেন্টের জন্য করা হয়, এটা প্রকৃত হেলথ সূচক নয়। তাই এটি দিয়ে কোনো ব্যাংকের সার্বিক আর্থিক অবস্থা নির্ণয় করা ঠিক হবে না।
আরও পড়ুন: বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা
প্রতিবেদনটি আন্তর্জাতিক গুণগত মান ব্যবহার করে একটি সাধারণ প্ল্যাটফর্মের অধীনে সব ব্যাংককে করেছে। এই প্রতিবেদনটি মধ্যে ছয়টি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। এগুলো হল:
১. মূলধনের পর্যাপ্ততা
২. সম্পদের গুণমান
৩. ব্যবস্থাপনা
৪. উপার্জন
৫. তারল্য এবং বাজারের ঝুঁকির প্রতি সংবেদনশীলতা
এখন দেশে সবলের চেয়ে দুর্বল ব্যাংকের সংখ্যাই বেশি।প্রতিবেদন অনুযায়ী লাল ও হলুদ জোনে থাকা ব্যাংকগুলোর বিশেষ মনোযোগ প্রয়োজন। ব্যাংকের অধিকাংশের অবস্থানই রেড জোনে।
বাংলাদেশের যে ব্যাংকগুলো ভালো অবস্থানে আছে
১. প্রাইম ব্যাংক
২. ইস্টার্ন ব্যাংক
৩. এনসিসি ব্যাংক
৪. মিডল্যান্ড ব্যাংক
৫. ব্যাংক এশিয়া
৬. সীমান্ত ব্যাংক
৭. যমুনা ব্যাংক
৮. শাহজালাল ইসলামী ব্যাংক
৯. ব্যাংক আলফালাহ
১০. উরি ব্যাংক
১১. এইচএসবিসি
১১. কমার্শিয়াল ব্যাংক অব সিলন
১২. সিটি ব্যাংক এনএ
১৩. হাবিব ব্যাংক
১৪. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
১৫. স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
বাংলাদেশের কোন ব্যাংকগুলো রেড জোনে রয়েছে
১. বাংলাদেশ কমার্স ব্যাংক
২. পদ্মা ব্যাংক
৩. বেসিক ব্যাংক
৪. ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান
৫. ন্যাশনাল ব্যাংক
৬. জনতা ব্যাংক
৭. অগ্রণী ব্যাংক
৮. রূপালী ব্যাংক
৯. এবি ব্যাংক
বাংলাদেশের কোন ব্যাংকগুলো রেড জোনের কাছাকাছি
১. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)
২. সোনালী ব্যাংক
৩. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
ইয়েলো জোনে থাকা বাংলাদেশের ব্যাংকগুলো
১. আইএফআইসি ব্যাংক
২. মেঘনা ব্যাংক
৩. সোশ্যাল ইসলামী ব্যাংক
৪. ইসলামী ব্যাংক
৫. ওয়ান ব্যাংক
৬. ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
৭. এনআরবি ব্যাংক
৮. আল আরাফাহ
৯. স্ট্যান্ডার্ড ব্যাংক
১০. ইউনিয়ন ব্যাংক
১১. এনআরবি কমার্শিয়াল
১২. মার্কেন্টাইল ব্যাংক
১৩. মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
১৪. এক্সিম ব্যাংক
১৫. ডাচ্-বাংলা
১৬. গ্লোবাল ব্যাংক
১৭. প্রিমিয়ার ব্যাংক
১৮. ব্র্যাক ব্যাংক
১৯. সাউথইস্ট ব্যাংক
২০. দ্য সিটি ব্যাংক
২১. ট্রাস্ট ব্যাংক
২২. সাউথ বাংলা
২৩. মধুমতি
২৪. ঢাকা ব্যাংক
২৫. উত্তরা ব্যাংক
২৬. পূবালী ব্যাংক